সবাই ভাল আছেন তো? আশা করি সবাই ভাল আছেন। আমার 81 টিউনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন। আজকের টিউনটি তাদের জন্য যাদের ষ্টডিও আছে। এবং যারা প্রফেশনাল ফটো অ্যাডিটর। বন্ধুরা আমরা যখন ষ্টুডিওতে বসে কোন ছবির কাজ করি তখন অনেক সময় আমাদের কাষ্টমারদের সার্ট চেঞ্জ করতে হয়। তখন আমরা কাষ্টমারের পছন্দ মত শার্ট কোট টাই স্টাইলের তেমন কোন মডেল না পাওয়ায় নানা সমস্যায় পড়তে হয়।
আজ থেকে যাতে এই সমস্যায় না পড়তে হয় তার জন্যই আমার এই টিউন। আমি মিডিয়া ফায়ার লিংক দিচ্ছি সরাসরি মিডিয়া ফায়ার লিংক থেকে ডাউনলোড করে নিন। যাদের সমস্যা হবে তারা অবশ্যই টিউমেন্ট বক্সে জানাবেন। 97 টি কোট টাই সার্ট মডেল এখান থেকে ডাউনলোড করে নিন। আশা করি প্রবলেম হবে না। জিপ ফাইলে দেয়া আছে স্বাভাবিক ভাবে ডাউনলোড করে নিন। আজ আর বেশি কিছু লিখব না। আমার এটা নতুন ইউটিউব চ্যানেল। সবাই ভাল থাকবেন। আমার হাজির হয় অন্যকোন টিউন নিয়ে।
মেতে উঠুন প্রযুক্তির সুরে
সাথেই থাকুন টেকটিউনসের
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
thank’s