ছবির Background পরিবর্তন করে ছবিতে লাগিয়ে দিন KTM Bike (মোটরসাইকেল)

লেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন। আবারো হাজির হলাম আপনাদের মাঝে নতু ফটোশপ টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে দেখাব ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে সহজে পরিবর্তন করবেন এবং ছবিতে লাগাবেন KTM Bike.

এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা জানতেঃ

  • কি করে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হয়।
  • কয়েকটি ছবি দিয়ে নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি করা।
  • ছবির ব্যাকগ্রাউন্ডে Blur Effect দেওয়া।
  • মুখ ফর্সা করা।

এই টিউটোরিয়ালে যা যা ব্যবহার করেছিঃ

  • ফটোশপ
  • ২ টি Stock Photo
  • একটি  KTM Bike এর ছবি
  • একজনের ছবি।

উপরের ছবিরমত ছবি আপনারাও খুব সহজে বানাতে পারবেন। তার জন্য চলুন টিউটোরিয়ালটি দেখে নেয়া যাকঃ

আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

ফেইসবুকে আমিঃ Shehab Editz 

যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি।

Level 0

আমি সাখাওয়াত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা জানি তা জানাতে এবং নতুন কিছু শিখতে এসেছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস