বানিয়ে ফেলুন ক্রেটিভ ডিসপ্লে আর্ট 360 – Photoshop Design Tutorial

আসসাল্মু আলায়কুম আশা রাখছি সবাই ভাল আছেন ছোট্ট একটি বিরতির পর আবারো নতুন একটি টিউন নিয়ে হাজির হলাম প্রতিবারে ন্যায় আবার।

আজকে ফোটোশফ সফটওয়্যার টির মাধ্যেমে কিভাবে একটি ডিস্প্লে আর্ট বানিয়ে ফেলবেন চটজলদি সেই বিষয় দেখানো হয়েছে।

 

এই টীউটোরিয়াল টি খুব সহজেই বুঝতে পারার সাথে আপনি কিছু সর্ট টেকনিক শিখে নিতে পারবেন

যেটা আপনাকে পরবর্তিতে সহায়ক ভুমিকা পালন করব বলে আশা রাখছি।

এই টিউনে অতিরিক্ত কিছু ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়নি তাই খুব সহজেই একজন নতুন

ব্যবরকারি ও সেরে নিতে পারেন তার হাতে খড়ি।

এই ভিডিও টিউনে আপনি শিখতে পারবেন ড্রপ সাডো থেকে কিভাবে বাকগ্রাউন্ড তৈরি করে নিতে হয় কাজের জন্য এবং কিভাবে রেডিয়াল রিভার্স করে নিতে হয় এছাড়াও আপনি একটি ছবি কে কিকরে মাস্ক লেয়ার করতে পারবেন সেটিও শিখা হয়ে যাবে এক সাথে এবং সাথে সাথছে অনেক কিছুই তাই দেরি না করে,

দেখে নিতে পারেন আজকের এই ভিডিও টিউটোরিয়াল টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় ব্যাক্ত করে এখানেই বিদাই নিচ্ছি আজ,

 

এবং আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে আমাকে পেতে ভিজিট করুন এখানে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন ঃ tutohut

ফেইসবুকে নক করুনঃ Abdul Momin

Level New

আমি আব্দুল মোমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 27 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি পেশায় একজন ছাত্র ব্যবস্থাপনা নিয়ে বি বি এ অনার্স করছি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস