আসসালামু আলাইকুম,
মহান আল্লাহ রাব্বুল আলামীনের অসীম রহমতে আজকে গ্রাফিক্স ডিজাইনের ওপর আমার টিউন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভাল লাগবে। আমার আজকের টিউটোরিয়ালটি একদম সহজ। আজকে আমি আপনাদেরকে শিখাবো ফটোশপ ম্যানিপুলেশন,খুব কম সময়ে শিখতে পারবেন।
কিছু কথা : আমি আজকে যে টিউটোরিয়ালটি শিখাবো তা আমাদের দেশে জনপ্রিয় না। এই কাজ গুলো ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, চীন, জাপানের মত দেশে খুব জনপ্রিয়। এই টিউটোরিয়ালের মাধ্যে নিম্নবিও মানুষের জীবন তুলে ধরা হয় বা গ্রামের রাস্তা, গ্রামের প্রকৃতি তুলে ধরা হয়।
আমাদের দেশে এত সুন্দর গ্রাম থাকার পরেও ফটোশপের মাধ্যমে দেশের জনজীবন তুলে ধরেনি আজ পর্যন্ত কোন ডিজেনার। আমার টিউটোরিয়ালটি একধম সহজ, গ্রামের অন্ধকার রাস্তা, সামনে দেখা যাচ্ছে আলো ফুটছে আর জীবিকার জন্য ভয়ডর দূর করে সাইকেল চেপে একজন মানুষ যাচ্ছে। যারা গ্রামে থাকেন তারা এই দৃশ্য প্রতিধিন দেখে থাকবেন। আমার এই টিউটোরিয়াল থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে নিজের মত করে তরি করে নিবেন।
আজকের টিউন
STOCK FILE DOWNLOAD LINK : https://drive.google.com/open?id=0B5I-AlZbChe2SjJNYU1OM2xWNW8
ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না।আমার ভুল হলে অবশ্যই দরিয়ে দিবেন, আশা করি আজকের টিউন থেকে কিছু শিখতে পারবেন।
আমার পূর্বের টিউন গুলো নিচে দেয়া হল:
আমি রিকু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 12 টিউনারকে ফলো করি।