আসসালামু আলাইকুম,
মহান আল্লাহ রাব্বুল আলামীনের অসীম রহমতে আজকে গ্রাফিক্স ডিজাইনের ওপর আমার তৃতীয় টিউন করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভাল লাগবে। আমার আগের টিউনে আপনাদের কাছ থেকে ভাল সারা পেয়েছি,যারা যারা আমার টিউনটি দেখেছেন আশা করি খুব সহজে আপনা কাজটি শিখতে পেরেছেন।তাই আমি আজ আপনাদের জন্য নিয়ে আসলাম ম্যানিপুলেশন টিটোরিয়াল। কাজটা খুব সহজ একটু মনোযোগ দিলেই পারবেন।
আজকের টিটোরিয়াল নিয়ে কিছু কথা : ম্যানিপুলেশন নাম শুনলেই অনেকের মাথা খারাপ হয়ে যায়। এত কঠিন কাজ কিভাবে শিখব,আমার দারা সম্বভ না।আমার কথা মনোযোগ দিয়ে শুনুন ম্যানিপুলেশন একদম সহজ একটা কাজ, অনেক ডিজেনার এইটাকে কঠিন করে ফেলেছে তাই অনেকের মনে ভয় জম্ন নেয়।আমি সব সময় চেষ্টা করি আমার চ্যানেলে ম্যানিপুলেশন টিটোরিয়াল গুলো যাতে সহজ হয়ে থাকে,যাতে একজন নতুন ডিজেনার খুব সহজে শিখতে পারে। আজকে আমার টিটোরিয়াল নাম হল Old Car And Alone Boy - Photoshop Manipulation Tutorial।Alone Boy ও Alone Girl নিয়ে অনেক ম্যানিপুলেশন টিটোরিয়াল আছে কিন্তু সাথে Old Car নিয়ে খুব কম আছে। তাহলে আর দেরি কেন শিখেফেলুন খুব সহজ ম্যানিপুলেশন কাজটি।
আজকের টিউন
ভিডিও টিউটোরিয়াল টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলবেন না।আমার ভুল হলে অবশ্যই দরিয়ে দিবেন, আশা করি আজকের টিউন থেকে কিছু শিখতে পারবেন।
আমি রিকু খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 12 টিউনারকে ফলো করি।