ফটোশপ ভিডিও ম্যানিপুলেসন : ফেসবুক ভিডিও প্রফাইল তৈরী করি

আসসালামু আলাইকুম,

সবাই ভালো আছেন আশা করি। টেকটিউনস কে ধন্যবাদ আমাকে টিউন করার সুযোগ দেওয়ার জন্য। টেকটিউনসে এটা আমার ফটোশপ ভিডিও ম্যানিপুলেসন বিষয়ক প্রথম টিউন। আল্লাহ্‌র অশেষ রহমতে প্রথম ফটোশপ ভিডিও ম্যানিপুলেসন নিয়ে এসেছি।  আশা করছি আপনাদের ভাল লাগবে। অনেক দিন পর নতুন একটা টিউন নিয়ে হাজির হলাম।

YouTube আর টেকটিউনস এ দেখি শুধু ফটোশপ ফটো ম্যানিপুলেসন,ফটো এডিটিং আর গ্রাফিক্স ডিজাইন এর টিউটোরিয়াল । তাই আপনাদের জন্য একটি অন্য রকম টিউন।

ফটোশপ শুধুমাত্র ছবি এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন এর জন্য নই। ফটোশপ দিয়ে  আমরা বিভিন্ন ধরনের উন্নত মানের মান সম্পন্ন ভিডিও এডিটিং,  ভিডিও  ম্যানিপুলেসন ও করতে পারি এবং ভিডিও তে বিভিন্ন ধরনের  FX  যোগ করতে পারি।

নিচে ফটোশপ ভিডিও ম্যানিপুলেসন এর উপর একটি ছোট ভিডিও রিভিউ  তৈরি করেছি। যদি রিভিউ ভাল লেগে থাকে তা হলে আপনাদের মূল্যবান MB খরচ করে টিউটোরিয়াল টি দেখতে পারেন।আমি আপনাদের জন্য  টেকটিউনসে টিউন করে শেয়ার করলাম। আসা করি আপনাদের ভাল লাগবে। যেহেতু  অনেক বড় বিরতির পর এটা আমার ২য় টিউন তাই যদি আবারো কোথাও কোন ভুল  ত্রটি থাকে তাহলে আগে থেকে ক্ষমা চাইলাম।

 

আপনাদের মূল্যবান সময় ব্যায় করে আমার টিউন টি দেখার জন্য ধন্যবাদ ৷ টিউন টির সম্পর্কে কিছু  জানার  বা কোন মতামত দেওয়ার জন্য comments box এ লিখুন।আমাকে উৎসাহ দেওয়ার জন্য এবং আরও কিছু নতুন ভিডিও পেতে দয়াকরে আমার চ্যানেলটিতে subscribe করতে পারেন।

 

Level 0

আমি মো: রাশেদুল ইসলাম হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস