আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ফটোশপ টিউটোরিয়াল। আশা করি Design-এ আগ্রহীরা উপকৃত হবেন সবাই আমাকে উৎসাহিত করবেন। আমি সব সময় চেষ্টা করবো আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য। আমি খুব শীগ্রই আপনাদের জন্য Adobe Indesign Bangla Tutorial, নিয়ে টিউন করবো।
যে যাই বলুক বেকারত্ব কি জিনিস তা কিন্তু আমাদের যুব সামাজকে কোন ভাবেই ছাড়ছে না। তাই ভবিষ্যৎ উজ্জল করতে এখনই ভাবার সময়। বর্তমান এই প্রযুক্তির যোগে কেনই বা নিজেকে পিছিয়ে রাখবেন।আপনারা জানেন চাকুরীতে একজন গ্রাফিক্স ডিজাইনারকে কতটুকু মূল্যায়ন করা হয়।তাই আসুন দেরি না করে নিজের সুপ্ত প্রতিভাকে আজই জাগিয়ে তুলি। আর নয় চাকুরীর জন্য হাহাকার। নিজেকে গড়ি নিজের দেশকে গড়ি। এই অঙ্গীকার নিজে এগিয়ে যাই, দিশকে এগিয়ে নিয়ে যাই।
আজকের টিউন
টিউনটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, টিউমেন্ট করতে ভুলবেন না।যদি আপনারা সোর্স ফাইল পেতে চান তাহলে দয়াকরে আমার টিউনে টিউমেন্ট করতে ভুলবেন না। আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব।আমার জানার মধ্যে সব টুকু দেওয়ার চেষ্টা করবো। আরো নতুন টিউনস পেতে টেকটিউনসসে চোখ রাখুন। সকলের প্রতি শুভ কামনা রইল।
আমি গডবিন,
আমি গডবিন কস্তা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am Godben Costa. Professionally I am Graphics Designer.
vi amar photoshop cc ta kono plug-ins install dila aita dakai akhon ki korbo??????(one more plug-ins are currently not available on your system.)
plz help me
plz