নমস্কার সবাই ভাল আছেন তো আশা করি সবাই ভাল আছেন । যাদের ষ্টুডিও আছে তারা চেষ্টা করেন যেন ছবিটা অনেক সুন্দর হয়। মুলত তাদের জন্যই আকজের ভিডিও টিউন। আজ আমি দেখাব কি ভাবে একটি সাধারন ছবিকে মডেলিংক ছবিতে রুপ দেবেন। এর জন্য আপনাকে যা করতে হবে। আমার দেয়া টিউটোরিয়ালটি মনযোগ দিয়ে দেখুন তা হলে অবষ্যই শিখতে পারবেন।
Adobe Photoshop Extended Cs6 দিয়ে কাজ করে অনেক ভাল লাগবে। যদি সুন্দর ভাবে কাজ করতে পারেন তা হলে অনেক ভাল মানের ইফেক্ট দিতে পারবেন।
টিউটোরিয়ালটি সরাসরি দেখুন ফেসবুকে কিছু বলতে চাইলে এখানে বলুন। আমার চ্যানেল টি যদি ভাল লাতে তবে সাবক্রাইব করুন। ধন্যবাদ।
সবাই ভাল থাকুন।
মেতে উঠিুন প্রযুক্তির সুরে
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
আমার দেয়া ভিডিওটি এম্বেল অবস্থায় দেখা যাচ্ছে না কেন ?? প্রবলেমটা কি কেউকি বলবে ?