Photoshop Cs6 Manipulation Tutorial [পর্ব-06] :: দেখে নিন কি ভাবে নিজের ছবিকে আকর্ষনীয় করে তুলবেন। ভিডিও টিউটোরিয়াল।

নমস্কার সবাইবে আমার সালাম। সবাই ভাল আছেন তো।আশা করি ভাল আছেন। আজকের আলোচনার বিষয় হয়ত এতখনে বুজতে পারছেন। আজ আমি আপনাদেরেকে  উপহার দিব দারুন একটি ভিডিও টিউটোরিয়াল। এটা দেখে শিখতে পারবেন কি ভাবে ছবিকে আকর্ষনী করে তোলতে হয়। আমি কাজ করি Adobe Photoshop Cs6 দিয়ে। আপনি চাইলে Adobe Photoshop অন্য ভার্ষন দিয়েও এই রকমকাজ করতে পারবেন।

Adobe Photoshop Cs6

  • Adobe Photoshop Cs6 দিয়ে কাজ করার মজাটাই আলাদা
  • যদি কাজ জানা থাকে
  • জারা জানেন না তাদের জন্যই আমার এই টিউন
  • আমার এই টিউন থেকে শিখতে পারবেন অনেক কিছু

কি থাকছে আজকের টিউটোরিয়ালে

  • কি ভাবে অকারাচ্ছন্ন ছবিকে ফর্সা করবেন।
  • কি ভাবে ব্যাগরাউন্ড এর কালার পরিবর্তন করবেন।
  • কি ভাবে ছবিকে দিবেন ডি এস এল আর লুক।
  • কি ভবে গ্লাস পরাবেন চোখে।
  • কি ভাবে সানগ্রাসের কালার পরিবর্ত করে আরো আকর্ষনীয় করে তুলবেন।

আমার দেয়া টেউটোরিয়াল টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন।

যদি টিউটোরিয়ালটি কাজে আসে তা হলে আমার পরিশ্রস সার্থক হবে। আমার উইটিউব চ্যানেল টি সাবক্রাইব করুন যদি ভাল লাগে। আমাকে ফেসবুকে কিছু বলতে চাইলে বলতে পারেন।বন্ধুরা সমস্য হলে টিউমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।

মেতে উঠুন প্রযুক্তির সুরে

টেকটিউনস

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পরবর্তীতে আপনার টিউনে ভিডিও এম্বেড অবস্থায় না থাকলে আপনার টিউনটি আশানুরূপ ভিউ পাবেনা। ধন্যবাদ

আচ্ছা এখন কি এম্বেড অবস্থায় আছে । আমি নতুন তাই ঠিক বুজতে পারছি না । প্লিচ এম্বেড কি বুঝিয়ে বললে উপকৃত হব।