আসসালামু আলাইকুম। আশা করি ভাল আছেন। সবাইকে ফান্ডামেন্টাল ফটোশপ টিউটোরিয়াল এর ৩য় পর্বে সুস্বাগতম। 🙂
এই পর্বে বাকি সব টুল নিয়ে আলোচনা করেছি। তাই ভিডিওটা একটু লং হয়ে গেল। এই জন্য একটু দুঃখিত।
এই পর্বে যেসব টুল নিয়ে আলোচনা করা হয়েছে তা হল-
এই পর্বে আমি পেন টুল এবং পাথ সিলেকশন টুল স্কিপ করেছি। কারণ এইটা একটু জটিল। নেক্সট টিউটোরিয়াল পৃথক ভাবে পেন টুলের উপর করব ইনশাআল্লাহ্।
হিলিং ব্রাশ এবং ক্লোন টুল রিটাচিং টুলের অন্তর্ভুক্ত। রিটাচিং নিয়ে একটি প্রিথক এপিসোড করব ইনশাআল্লাহ্।
ভিডিওটি দেখে কিছু যদি বুঝতে সমস্যা হয়, তাহলে টিউনমেন্টে জানান।
একটু লং তাই একটু ধৈর্য সহকারে দেখবেন।
[আর হ্যাঁ, আমি সবজান্তা না, তাই ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। 🙂 ]
ভিডিওটি ভাল লাগলে একটি লাইক আশা করতেই পারি। আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন ভিডিওর আপডেট পেতে।
ধন্যবাদ সবাইকে। 🙂
আমি Mahmudul Hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার সম্পর্কে বলারমত কিছু নেই। এক কথায় আনস্মার্ট বয়। :)