নমস্কার বন্ধুরা, আশা করি ভাল আছেন। আপনাদের সকলকে পবিত্র রামজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি।আজকের টিউন টি একটু অন্যরকম।আজকে আপনাদের শেখাবো কি করে এক্তি ফটো বা ইমেজ এর ব্যাকগ্রাউন্ড কে blur বা আবছা করা যায় এবং কি করে সেই ছবিতে একটি সুন্দর soft light এফেক্ট যোগ করা যায়।
আমি এই এফেক্ট করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করেছি তার নাম হল অ্যাডোব ফটোশপ।অ্যাডোব ফটোশপ দিয়ে এই ধরনের এফেক্ট খুব অনায়াসে ও খুব কম সময়ের মধ্যেই করা যায়। আমি একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য।
আমি আশাবাদী যে ঘরে বসে আপনারা এই ভিডিও টিউটোরিয়াল এর মাধ্যমে সহজেই এই ধরনের এফেক্ট অনায়াসে করতে পারবেন। তবে ভিডিও টিউটোরিয়াল টি খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং দেখার পর প্রাকটিস করতে হবে।
এই এফেক্ট এ ব্যাবহ্রিত সমস্ত ইমেজ গুলি আমি আমার ভিডিও description এ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ইমেজ গুলি ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারেন। কোথাও অসুবিধে হলে আমি তো আছি। নির্দ্বিধায় আমাকে ইউটিউব বা ফেসবুক এ টিউমেন্ট এর মাধ্যমে জানাতে পারেন। যতটুকু জানি নিশ্চয়ই সাহায্য করব।
তো যাইহোক আর বেশি কথা বাড়ালাম না। আমার তৈরী করা Manipulation টি দেখতে ঠিক এইরকম হবে।
বিস্তারিত জানতে এই ভিডিও টিউটোরিয়ালটি দেখুন
পরবর্তী টিউন এ আপনাদের সামনে আবার নতুন কিছু নিয়ে হজির হবো। সবার জন্য শুভ কামনা রইল। টিউন টি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও টিউমেন্ট করতে ভুলবেন না।
আমি ঈশিতা বোস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কম্পিউটার জগতে একেবারে নতুন তাই সব শিখতে চাই ও যে টুকু জানি তা শেখাতে চাই