ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল [পর্ব-১৭] :: সুন্দর এ্যনিমেশনের টিউটোরিয়াল

ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল

প্রথমেই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আজ আমি যে টিউটোরিয়ালটি দেখাবো তা হলো ফটোশপ ও প্রো শো প্রোডিউসার দিয়ে করা, হয়তো ভাবছেন প্রো শো প্রোডিউসার আবার কেন, আসলে আপনারা যারা-যারা প্রো শো প্রোডিউসার ব্যবহার করেছেন তারা প্রত্যেকেই এই সফ্টওয়ারটির মজা নিশ্চই স্বীকার করবেন, এতে করা যায়না এমন কিছুই হয়তো নেই,

এটি দিয়ে সুন্দর-সুন্দর স্লাইডশোতো করা যায়ই খুব স্মুথ এ্যনিমেশনও করা যায়, এত কথা লিখলাম আসলে এই সফ্টওয়ারটিতে কাজ করতে আমার খুব ভালো লাগে, ভিডিও এডিটিং-এর কাজে এটি আমার অনেক উপকার করেছে, তাই ইচ্ছে আছে এটি নিয়ে একটি পূর্ণাঙ্গ মাপের টিটোরিয়াল দেবার, তবে সবই নির্ভর করছে আপনাদের টিউমেন্ট করে শেখার উপর, আজকাল তো দেখছি কেউ কোন টিউমেন্টই করেন না,

যদি এটি শেখার আগ্রহ থাকে তবে অবশ্যই টিউমেন্ট করে জানান, নাহলে এত বড় সফ্টওয়ার শেখানোর আগ্রহ পাচ্ছিনা, এই সফ্টওয়ারটি নেটে বা টেকটিউনসেই অনেকে সিরিয়াল সমেত দিয়েছেন, নামিয়ে নিয়ে কাজ শুরু করুন, আমার মনে হয় সত্যিই প্রত্যেকের খুব ভালো লাগবেই, এতে প্রচুর ধরনের ফরমেটকেও কাজে লাগানো যায়,

1.  প্রথমেই, ফটোশপ খুলে একটি নতুন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের ডকুমেন্ট নিয়ে তাতে একটি ফুলদানী ও একগুচ্ছ ফুল নীচের ছবির মতন করে বা আপনার পছন্দ মতন সাজান(ছবি দুটো আমি গুগুল ইমেজ থেকে নিয়েছি)ছবিতে দেখুন LAYER 0 ও LAYER 1 বলে দুটো লেয়ার তৈরী হয়েছে, ছবি দুটো কে আলাদা-আলাদা করে পি এন জি ফরমেটে সেভ করুন |

2.  এবারে, প্রো শো প্রডিউসার সফ্টওয়ারটি খুলে আপনার কম্পিউটারের যেখানে ছবি দুটো রেখেছিলেন সেই ফোল্ডারটি ওপেন করে নীচের ছবির মতন করে ফুলদানীটি টেনে টাইম লাইনে বসান,

3.  এরপর, কালো থাম্ব নেইলটিতে ডাবল ক্লীক করুন, ফলে Slide Option- বলে একটি প্যানেল ওপেন হবে, তাতে দেখবেন ফুলদানীর ছবিটি(1) রয়েছে, এখন 2- নং লেখা ফুলের তোড়াটিকে টেনে এনে ছবিতে দেখানো স্হানে ছেড়ে দিন এবং 3 লেখা জায়গাটিতে নাড়িয়ে-চাড়িয়ে ফুলের তোড়াটিকে ফুলদানীর মধ্যে বসান ও 4-লেখা Effect- লেখাটিতে ক্লীক করুন,

4.  Effect-এ ক্লীক করলে যে প্যানেলটি আসবে (নীচে ছবি দেখুন)তার ফুলের তোড়ার লেয়ারটি(1)- ও(2)- লেখাজায়গার 1কে সিলেক্ট করে Rotate Center(3)- এ 0-র স্হানে 2 করে দিন,

5.  এরপর, নীচের ছবির মতন (1)-কপি লেখাটিতে ক্লীক করে প্যানেলটির (2)-এ Copy to next key frame-কে সিলেক্ট করে,

6.  নীচের ছবির মতন(1)-এর ছোট্ট কালো এরো চিন্হটিতে রাইট ক্লীক করে নতুন বেরিয়ে আসা লিস্টের (2)- Add Modifier- লেখাটিকে সিলেক্ট করুন,

7.  ফলে যে অন্য প্যানেলটি আসবে, তার(1)-এর জায়গাটিকে সিলেক্ট করে (2)-এর স্হানে 3 এমাউন্ট বসান এবং এবারে (3)- OK- করুন, আবার OK করুন এবং PLAY- করুন,

7 B. এখন, কালো থাম্বনেইলটিতে ডাবল ক্লীক করে EFFECT-এর পেইজটিতে (1)-র ওখানে ADD- লেখাটিতে ক্লিক করে যে OPTION- গুলি আসবে তার থেকে একদম উপরে ADD IMAGE OR VIDEO- লেখটিতে ক্লীক করে আপনার কম্পুটারের থেকে আপনার পছন্দ মতন একটি BUTTERFLY বা অন্ন কোনো বার্ড বা কিছু g i f ফাইল নিয়ে আসুন, এরপর লাল রং দিয়ে 2,3 লেখাগুলি তৈরী করার জন্য BLUISH-COLO UR-এর লম্বা স্লাইডার টির উপরে রাইট ক্লীক করে একটু পরে পরে INSERT- এ মারুন, পর পর 2 কে সিলেক্ট করে BUTTERFLY-টিকে টেনে একটু দুরে রাখুন, এভাবে 3-কে সিলেক্ট করে আরেকটু সরান(ছবিটি ভালো করে খেয়াল করুন, এইভাবে 10 পর্যন্ত করে OK-তে ক্লীক করুন,

8.  নীচের ছবির মতন PLAY(1) করে দেখে (2)-এর PUBLISH-কথাটিতে ক্লীক করুন,

৯.  নীচের ছবির মতন (1)-এর video for web---এর create- কথাটিতে ক্লীক করুন,

10. নীচের ছবির মতন, লাল রঙে (1) লেখার সেকেন্ড ব্রাকেট এর থেকে ফরমেট ঠিক করে (2) CREATE- লেখাটিতে ক্লীক করে আপনার computer-এ save করুন,

টিউনটি কেমন লাগলো জানান, আপনাদের ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক বলে মনে করব এবং আরও নতুন নতুন টিউন করতে আগ্রহী হবো, নমস্কার.

আমার তৈরী অন্য একটি এ্যনিমেশনঃ-

Level New

আমি ধীমান কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস