PSD ফাইল সম্পর্কে আমরা যারা ফটোসপ নিয়ে কাজ করি তারা সবাই জানেন। অনেক সময় দেখে যায় আপনারা নেট থেকে অনেক PSD ফাইল ডাউনলোড করেছেন কিন্তু সেখানে সঠিক নাম দেওয়া নাই। তখন PSD ফাইলটি ওপেন করে চেক করার জন্য ফটোসপ ব্যবহার করেন।
কিন্তু সমস্যা হল ফটোসপ সফটওয়্যার অনেক ভারি হওার জন্য পিছি বা ল্যাপটপের উপর চাপ পড়ে যার কারণে একটা সাধারণ PSD ফাইল ভিউ করতে ফটোসপের মত ভারি সফটওয়্যার ওপেন করা অনেকটা বিরক্তিকর লাগে। (এই সমস্যায় আমিওওপড়েছিলাম)
সেই সমস্যা সমাধানের উপায় খুজতে খুজতে PSD ভিউ করার জন্য অনেক সফটওয়্যার এর খোজ পেলাম যে গুলো PSD ভিউ এবং আরও কিছু কাজের জন্য খুবই ভালো।
যেমন
Adobe Bridge, FastPictureViewer Codec Pack, Acdsee Pro, Autodesk Sketchbook Pro
এছাড়াও আরও অনেক সফটওয়্যার আছে। এবং এই সফটওয়্যার গুলা প্রায় ৫০-৫০০ মেগাবাইট স্পেস নিয়েছে এবং এগুলোতে প্রো ভার্শনের ঝামেলা আছে। কিন্তু যেহেতু পিছি বা ল্যাপটপ ভারি হওয়া থেকে বাচার জন্য অন্য একটি সফটওয়্যার ব্যবহার করছি সেহেতু এই সফটওয়্যারও কিছুটা ঝামেলা সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়।
তাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম মাত্র ১ মেগাবাইটের একটা ছোট সফটওয়্যার যা আপনার পিছিকে স্লো না করে PSD ফাইল সো করতে সাহায্য করবে।
সফটওয়্যার এর নাম না বলেই ডাউনলোড লিঙ্ক দিলাম 😉
গুগল ড্রাইভ থেকে ডাইরেক্ট ডাউনলোড এর জন্য এখানে ক্লিক করুণ...।
সাইজ ০১ মেগাবাইট।
আর হ্যা, টেকটিউনস এ এটা আমার প্রথম টিউন। তাই ভুলগুলো নিজ গুনে ক্ষমা করবেন।
ধন্যবাদ 😎
আমি সোয়েবুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
khub valo