Flying Falling ফটো মেনিপুলেশন টিউটোরিয়াল | ছবিতে দিন আকাশ থেকে পড়ন্ত ইফেক্ট

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। আজকে আবারও আপনাদের মাঝে হাজির হলাম ফটোশপের নতুন এক ভিডিও টিউটোরিয়াল নিয়ে।

আজকের বিষয় ঃ Sky Falling Photo Manipulation

এই টিউটোরিয়ালে আমি যা ব্যবহার করেছিঃ

  • ফটোশপ সি সি
  • একটি মডেল ছবি
  • png bag photo
  • Sky Photo
  • Plane Photo

এইগুলো আপনারা ভিডিও ডিস্ক্রিপশন থেকে ডাউনলোড করে নিতে পারবেন

আপনাদের যা যা লাগবেঃ

  • ফটোশপ
  • আমার ব্যবহার করা স্টক ফটো (চাইলে আপনি অন্য ছবি ব্যবহার করতে পারেন)
  • ধৈর্য

যা শিখতে পারবেনঃ

  • ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা।
  • ছবিতে নতুন ব্যাকগ্রাউন্ড এড করা।
  • ছবির কালার কারেকশন করা।
  • SkyFall Effects তৈরি করা।

তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাকঃ

টিউটোরিয়ালটি ভাল লাগলে অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। ফটোশপ এবং আফটার ইফেক্ট এর কোন টিউটোরিয়াল লাগলে আমাকে জানতে পারেন।

ফেইসবুকে আমিঃ Shehab Editz

ভাল থাকুন, সুস্থ থাকুন আর  সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে, আবারও হাজিরহব নতুন টিউটোরিয়াল নিয়ে।

অাল্লাহ হাফেজ।

Level 0

আমি সাখাওয়াত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা জানি তা জানাতে এবং নতুন কিছু শিখতে এসেছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনার পূর্বের টিউনের শব্দ এবং ফরমেট নতুন টিউনে ব্যবহার করে টিউন করা পরিহার করুন। এরূপ টিউন পরবর্তীতে দেখা গেলে আপনার সকল টিউন মুছে ফেলা হবে। এবং আপনার টিউনার আইডি সাসপেন্ড করা হবে।