ফাইবারে কার্ড ডিজাইন করে আয় করুন মাসে হাজার টাকা তাও আবার ফটোশপ, ইলাস্ট্রালেটর ছাড়া।

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি৷ কেমন আছেন সবাই। টেকটিউনসের এই সুদীর্ঘ পথ চলার সাথী হতে পেরেনিজেকে ধন্য মনে করছি। আশা রাখি জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারব ইনশ-আল্লাহ। কারন এমন কিছু টিউনার আছে আমার মনে হয় যাদের জন্ম হয়েছে শুধুমাত্র মানুষের উপকার করার জন্য। কৃতজ্ঞ সেইসব মানুষ সাদা মনের মানুষদের কাছে।

অনলাইনে প্রফেশনাল হতে হলে আপনাকে অবশ্যই যে কোন একটি বিষয়ের উপর দক্ষতা অর্জন করতে হবে। আপনি যদি নিজেকে একজন গ্রাফিক্স ডিজাইনার হিসাবে প্রতিষ্টিত করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফটোশপ ও ইলেস্ট্রলেটর এর উপর বিশেষ দক্ষুতা অর্জন করতে হবে। কারন গ্রাফিক্সে এই দুইটি সফটওয়্যারের বিকল্প বলতে কিছু নাই। শুধু মাত্র গ্রাফিক্সের কাজ করে অনলাইন থেকে মাসে লাখ টাকা ইনকাম করা যায়।

আমরা এখানে এসেছি দুইটা উদ্দেশ্য নিয়ে একটা হলো কাজ শেখা আরেকটি হলো অনলাইন ক্যারিয়ার গড়া বা অনলাইন থেকে আর্ন করা। কিন্তু কথা হচ্ছে আপনি এটাকে পার্ট টাইম জব হিসেবে নিবেন নাকি ফুল টাইম নিবেন। যদি ফুল টাইম নেওয়ার ইচ্ছে থাকে তাহলে কিছু বলার নেই। আর পার্ট টাইম হিসেবে নিতে গেলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে যেমন আপনি কোন মার্কেট প্ল্যাসে কাজ করবেন সেটা আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।

কি নিয়ে কাজ করবেন সেটা ঠিক করতে হবে এবং সর্বোপরি যে কাজটি করবেন সেটি কতটা শর্টকাঠে করা যায় সেটাও ভাবতে হবে। যেহেতু পার্টটাইম করবেন,আপনাকে একেবারে সহজ কিছু কাজ কে বেচে নিতে হবে। যাতে আপনাকে অনেক চিন্তা ভাবনা করে সময় নিয়ে কাজ করতে না হয়।  অনেকই আছেন বিবাহিত। যারা বিবাহিত অর্থাৎ সংসারের সব কাজ সেরে অনলাইনে কাজ করবেন তাদের জন্যতো শর্টকাট ওয়ে ছাড়া কোন গতি নাই।

যাইহোক আমার দীর্ঘ অনলাইন অভিজ্ঞাতার আলোকে এটা বলতে পারি দ্রুত সাকসেস পেতে হলে ফাইবার মার্কেট প্ল্যাসই হচ্ছে বেষ্ট নতুনদের জন্য। আর এই মার্কেট প্ল্যাসে আপনি কিছু টেকনিক এপ্লাই করতে পারলে খুব সহজেই কাজ পেয়ে যাবেন এবং একবার যদি ভাল রেটিং নিয়ে নিতে পারেন তাহলে আপনাকে আর পিচনে ফিরে থাকাতে হবে না। প্রতি মাসে ৫০০ থেকে ৭০০ ডলার আর্ন করা কোন ব্যাপারই না। আপনার দরকার শুধু সঠিক একটি গাইড লাইন এবং এমন কিছু সফটওয়্যার যা আপনার কাজকে করবে সহজ ও সুন্দর। তাই আমি আজ দেখাবো কিভাবে ফটোশপ বা ইলেস্ট্রলেটর না জেনে খুব সহজে একটি বিজনেস কার্ড তৈরি করতে পারবেন।

সফটওয়্যারটি ডাউনলোড লিংক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে।

 নিজেকে সফলতার উচ্চ শিয়রে দেখতে চাইলে সফল ব্যক্তিদের অনুকরন নয় অনুসরন করুন।বেশি বেশি করে সফল ব্যক্তিদের জীবনী পড়ুন মনে রাখবেন পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে ওনারা সবাই ব্যার্থ হতে হতে সফল হয়েছেন। তাই একবার দুবার ব্যার্থতাকে অক্ষমতা ভাববেন না। জানার ও শেখার চর্চা চালিয়ে যান সফল একদিন হবেনই ইনশ-আল্লাহ।

আজ এই প্রর্যন্ত, আমি মুলত একজন ইউটিউব এডসেন্স পাবলিশার তাই ইউটিউব আর্নিং নিয়ে একটি চেন টিউন করার ইচ্ছে আছে যদি আপনাদের সাড়া পাই। তাই আমার ইউটিউব চ্যানেল টি সাবক্রাইব করে রাখতে ভুলবেন না  আল্লাহ আপনাদেরকে সস্থ ও ভাল রাখুক। আমিন। ভাল হোক মন্দ হোক টিউমেন্ট করতে ভুলবেন না। আমার সাকসেস স্টরি নিয়ে লিখা টিউনটি পড়ে দেখতে এখানে ক্লিক করুন

যেকোন সমস্যার জন্য আমাকে ফেসবুকে নক দিতে পারেন অবলিলায় আমার জানার সবটুকু আমি শেয়ার করবো নির্ধিদ্বায়।

Level 0

আমি Kazi Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সফটওয়্যারটি ডাউনলোড লিংক ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া আছে। Where is download link brother???

    Level 0

    আমি অত্যন্ত দুঃখিত স্যার । এখন দেখতে পারেন আমি লিংকটি ঠিক করে দিয়েছি- @রমিজুল ইসলাম

Level 0

আমি অত্যন্ত দুঃখিত স্যার । এখন দেখতে পারেন আমি লিংকটি ঠিক করে দিয়েছি- @রমিজুল ইসলাম

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

    Level 0

    Sir ami apnr Khota motabek son information diyechi

    Level 0

    1 সেকেন্ড আগে :: 30 April, 2017 at 12:45 am
    Sir ami apnr Khota motabek son information diyechi