বেকারত্ব আর নয় – শুধু ফটোসপে কাজ করে সাবলম্বি হোন।-পর্ব ২

আসসালামু আলাইকুম টেকটিউনস কমিউনিটি৷ কেমন আছেন সবাই। টেকটিউনসের এই সুদীর্ঘ পথ চলার সাথী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা রাখি জীবনের শেষ সময় পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারব ইনশ-আল্লাহ। কারন এমন কিছু টিউনার আছে আমার মনে হয় যাদের জন্ম হয়েছে শুধুমাত্র মানুষের উপকার করার জন্য। কৃতজ্ঞ সেইসব সাদা মনের মানুষদের কাছে।

টেকটিউনসের প্রতি কৃতজ্ঞতার কথা লিখে শেষ করা যাবে না আমার প্রত্যহিক জীবনের পথ চলার সাথে টেকটিউনেস অবদান অপরিসীম।

ফটোসপের ব্যাপারে আশা করি সবাই জানেন, এইটার গুরুত্ব নিয়ে নতুন করে বিশেষ কিছু বলার নেই। শুধু এইটুকু বলতে পারি আপনি যদি প্রফেশনাল মন মানসিকতা নিয়ে ফটোসপ শিখতে   পারেন তাহলে আপনাকে অন্তত বেকার জীবন খাটাতে হবে না।

অনলাইন মার্কেট প্ল্যাস এ বলেন আর লোকাল মার্কেট এ বলেন আপনি সব জাগায় সমান ভাবে সফল হতে পারবেন।  তবে সে ক্ষেত্রে আপনাকে হতে হবে প্রফেশনাল। আজকাল অনেকে অনলাইনে গ্রাফিক্স এর কাজ করে মাসে লাখ টাকা ইনকাম করছে। আমার পরিচিত এক জন শুধু মাত্র অয়েডিং ফটোগ্রাফির এডিটিং এর কাজ করে প্রতি মাসে পঞ্চাশ হাজারেরও বেশি আয় করছে।

মজার ব্যাপার হলো সে শুধু একটি কম্পিউটার ও একটি টেবিল নিয়ে চট্টগ্রাম  নিউমার্কেট এরিয়াতে একটি স্টুডিওর সামনে বসে কাজ করে। এই কথা এই কারনেই শেয়ার করলাম শুধু ভাল কাজ জানলেই আপনাকে আর পিচন ফিরে থাকাতে হবেনা সে ক্ষেত্রে স্থান কোন ব্যাপার না। আপনি চাইলে ঘরে বসেও কাজ কর‍তে পারবেন।

এইবার কাজের কথায় আসা যাক, আমি চিন্তা করছি ফটোসপের উপর একটি চেইন টিউন করবো,প্রতিটি টিউন হবে প্রজেক্ট ভিত্তিক এবং এডভান্সড ল্যাবেলের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আমি করবো না কারন টেকিতে  এ বিষয়ে অনেক চেইন টিউন আছে যা অভিজ্ঞ ভাইয়েরা করেছেন।  আর আমি উনটি তখনি শুরু করবো যখন আপনাদের কাছ থেকে সারা পাব বা আপনাদের আগ্রহের উপর নির্ভর করবে আদো টিউন করা হবে কিনা।

আজকে আমি আপনাদের নমুনা সরূপ একটি টিউটোরিয়াল দিচ্ছি সেটা দেখে যদি ভাল লাগে তাহলে টিউমেন্টে জানাবেন কারন আপনাদের ভাল লাগার উপর নির্ভর করবে আমার পরবর্তি টিউটোরিয়ালআরেকটি কথা আমি টিউটোরিয়াল গুলো ওয়েডিং ফটোগ্রাফির উপর করার চেষ্টা করবো ইনশাল্লাহ।

 

আজকের মতো এখানেই শেষ করছি।  ভাল লাগলে আমার  TechWithReza চ্যানেলটিতে  like, এবং Subscribe করতে ভুলবেন না।

ফেইবুকে আমার সাথে থাকতে চাইলে

ভুল মানুষেরই হয় আমি এর ব্যাতিক্রম নয়। ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।  আল্লাহ সবাইকে ভাল থাকার তৌফিক দান করুক।  আমিন।

আল্লাহ হাফেজ

করুণা করেও হলে চিঠি দিও, খামে ভরে তুলে দিও  আঙুলের মিহিন সেলাই  ভুল বানানেও লিখো প্রিয়, বেশি হলে কেটে ফেলো তাও, এটুকু সামান্য দাবি চিঠি দিও, তোমার শাড়ির মতো  অক্ষরের পাড়-বোনা একখানি চিঠি।
- মহাদেব সাহা

Level 0

আমি Kazi Reza। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 102 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস