মোবাইলে তোলা ছবি দামি ক্যামেরায় তোলা ছবির মত করুন মোবাইল দিয়েই।

আসসালামু আলাইকুম,

সবাই কেমন আছেন ? আশা করি আল্লাহর রহমতে সবাই  ভালোই আছেন।আর আমি ও ভালো আছি।আজকের এই টিউটোরিয়াল্টি মোবাইল ফটোগ্রাফার প্রেমিদের জন্য।ফেইসবুকে ঢুকলেই দেখি দামি দামি ক্যামেরা দিয়ে তোলা ছবি।বেশির ভাগ ছবির ক্ষেত্রেই দেখা যায় যে ব্যাকগ্রাউন্ড ব্লার করা মানে ঘোলা করা।আর ব্যাকগ্রাঊন্ড ব্লার করার মানে হচ্ছে সামনের ছবি তাকে ফোকাস করা।সবারি তো আর ক্যামেরা নেই আমাদের।তাই বলে কি আমাদের ছবি দামি ক্যামেরা দিয়ে তোলা ছবির মত হবেনা ??

নিশ্চই হবে,আর এর জন্য প্রয়োজন একটি এনড্রোয়েড মোবাইল।আর প্র্যোজন একটি এপ যার নাম পিক্সয়ার্ট।এই এপ ব্যবহার করে খুব সহজেই মোবাইল দিয় তোলা ছবিকে দামি ক্যামেরায় তোলা ছবির মত করতে পারবেন।

এপ টি যদি থাকে তাহলে ভালো।আর যদি আপনার কাছে না থাকে তাহোলে প্লে স্টোরে picsart লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন।আর বাকী কাজ গুলা আমার দেয়া টিউটোরিয়াল দেখে দেখে করবেন।একদম বাংলা ভাষা বয়বোহাড় কোড়ে ভিডিওটি বানিয়েছি।যাতে বুঝতে ভালো হয়।

সো কথা আর বারাবোনা।ভিডিও টি কেমন লাগলো আমাকে টিউমেন্ট করে জানাবেন।আপনাদের দেয়া উতসাহ আমার কাজের গতি বারিয়ে তোলে।

ভিডিও টি দেখতে এখানে ক্লিক করুন

Level New

আমি আকাশ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস