আসসালামু আলাইকুম।
আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি।
আমার আজকের এই টিউটোরিয়াল টি একদম ছোট্র এবং খুব সহজ ভাবে বানানো।মোবাইল দিয়ে একটা তোলা ছবি DSLR ক্যামেরা দিয়ে তোলা ছবির মত রুপ দিন।যা কেও ধরতেই পারবেনা যে এটা মোবাইল দিয়ে তোলা।অনেকে ছবির ব্যকগ্রাউন্ড ব্লার করেন,কিন্তু দেখে বোঝা যায় যে এটা মোবাইল দিয়ে তলা।এবং ছবিটি মনে হয় ভেসে আছে।কিন্তু আমার এই ভিডিও টি সম্পুর্ন বাংলা ভাষা ব্যভার করে তৈরি করেছি।যাতে আপনাদের বুঝতে সহজ হয় এবং নিজে নিজে তৈরি করতে পারেন একদম প্রফেশনাল ভাবে।
এবং এর পর যে কাজ টি করবেন সেটা হচ্ছে কালার কারেকশন।যার মাধ্যমে একটি ছবির সৌন্দর্য আর বারিয়ে তোলা যায়।আমি ক্যামেরা রো প্লাগিন ব্যবহার করে কালার কারেকশন করেছি।আপনাদের এটি না থাকলে গুগল থেকে নামিয়ে নিবেন।ক্যামেরা রো প্লাগিন টি ইউস করলে কালার কারেকশন এ অনেক সুবিধা হয় যেটি আপনারা ট্রাই করলে নিজেরাই বুঝতে পারবেন।
কথা আর বারাবো না।যদি কওন প্রকার সমস্যা হয় টিউমেন্ট করবেন আমি বুঝিয়ে দেয়ার চেষ্টা করব।সবাই আমার জন্য দোয়া করবেন,আপ্নাদের কে যেন ভালো ভালো টিউটোরিয়াল উপহার দিতে পারি।
ভিডিও টিউটোরিয়াল টি
আমি আকাশ খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
# hot post# জিপি ৩০০ মিনিটের মেয়াদ ১ মাস বাড়ানোর নতুন সিস্টেম
DAWNLOAD করুন এই আপ্সটি https://up07.net/exu6d5183sa6
তারপর এখন আপনি ১০মিনিট + ১০ SMS ১ মাস মেয়াদে কিনুন (১০.৯৬ টাকা লাগবে)