আজকাল মানুষ সুন্দরের দিকে কে না আকৃষ্ট হয়,আবার নিজের ছবিটি যদি সুন্দর না হয় দেখা যায় সারাদিন ছবিটিকে সুন্দর করার জন্য ঘষাঘষি করেই চলছে। নিতাই বাবুর জন্য আজকের টিউনটি করেছি,নিতাই বাবু আমাকে কিছু দিন যাবতৎ বলেই যাচ্ছে,কি ভাবে ফটোশপের প্লাগইন সেপআপ করতে হয়। তাই ভাবলাম সবার সাথে বিষয়টা শেয়ার করি। ত যারা জানেন না তাদের জন্য আশা করি উপকারে আসবেই,যদি উপকারে না আসে তাহলে কারো কোন ক্ষতি হবে না। আমার বিষয় হলো যাদের বিষটা জানা নাই,তার যদি উপকারে আসে তাহলে নিজেকে একটু ধন্য মনে করতে পারি যে কারণে“ আমার টিউন কারো উপকারে আসে”আমি মনে করি ভিডিও টিউনটি দেখলে ফটোশপেরে যে কোন ভার্শনে ফটো প্লাগইন ইনষ্টল করতে সক্ষম হবে। আমি আজ ফটোশপের সিএস ভারশনে টিউনটি করেছি।
আমার পূর্বের টিউন ঃ
মুখের দাগ মুছে,ফেসওয়াস করুন [ ছবির সুনন্দরের গোপন কথা ] Photoshop Tutorial
কালো টু ফর্সা - সত্যি সত্যি আজ ফর্সা হওয়া কৌশল জানবেন Photoshop
বুঝতে অসুবিধা মনে করলে
আমি Soudia Computer Center। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 96 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
HD Movie Free Download http://xmovie.10001mb.com