সুপ্রিয় টেকটিউনস কমিওনিটি সবাই কেমন আছেন ? আশা করি সবাই অনেক ভালো আছেন। সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার প্রথম টিউন শুরু করতে যাচ্ছি, আশা করি ভোল ক্রুটি হলে খমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অনেকেরই ফটোশপ ও গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে আগ্রহ রয়েছে। আর তাদের জন্যই আজকে একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। ফটোশপের মাধ্যেমে ছবিকে নানা ভাবে এডিট করা যায়। ছবির সুন্দরর্যকে বারিয়ে তোলা যায় হাজার গুণ।
আজকের টিউটোরিয়ালে দেখানো হয়েছে কিভাবে photoshop cc দিয়ে Camera Raw ফিলটার এ কাজ করবেন। এবং Camera Raw ফিলটার দিয়ে কিভাবে ছবির Color Adjust করবেন। এটি ফটোশপের বিল্টইন ফিলটার এবং এটি দিয়ে খুব সহজে ছবির Color carnation করা যায়।
এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা Camera Raw ফিলটার সম্পর্কে জানতে পারবেন এবং Camera Raw ফিলটার এ কিভাবে কাজ করতে হয় সে সম্পর্কে একটা ধারনা পাবেন।
তাহলে দেরি না করে এখনি টিউটোরিয়ালটি দেখা শুরু করুন এবং নিজে চেস্টা করুন। তাহলে অবশ্যই পারবেন।
https://www.youtube.com/watch?v=ddwLyPcCcOk
যদি মনে হই যে আমার ভিডিও থেকে কিছু শিখার আছে তা হলে অবশ্যয় টিউমেন্ট করে যানাবেন প্লিজ। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার টিউন শেষ করছি।
আমি সজীব বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।