আস্সালামু আলাইকুম, সুপ্রিয় টেকটিউনস কমিওনিটি আপনাদের সকলের জন্যে রইলো আমার শুবেচ্ছা ও অভিনন্দন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার প্রথম টিউন শুরু করতে যাচ্ছি, আশা করি ভোল ক্রুটি হলে খমার চুখে দেখবেন। আমি আশলে বেশি কিছু লেখতে যানি না কারন এখনো অনেক কিছু শিখার বাকি আসে, মান সম্মত টিউন হইত আমি আপনাদের কে উপহার দিতে পারবোনা কারন আগেই বলেছি আমি এখনো শিখতেছি, আমি টেকটিউনে একাউন্ট খুলেছি প্রাই এক বছর আগে কিন্তু এখনো টিউন করার মত সাহস পাইনি।
তার কারন হচ্চে আমি নিজে এত্ত কিসু পারি না। সবার কাস থেকে শুধু শিখতে ইচ্ছা করে। টেকি তে আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই আছেন যাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি যা বলে হইত সেস করা যাবে না। তারপর ও কিছু মানুষ এর কথা না বললেই নয়। একজন মানুষ আসেন যার কাছ থেকে আমি আমার জীবন এর প্রথম ফোটোশপ এর কাজ গুলো শিখি ওনার সুন্দর টিউন গুলু এত কাজের ছিলো যে আমি ওনার প্রত্তেক টা টিওন অফলাইন এ পি,ডি,এফ করে রাখতাম বার বার দেখার জন্য এবং অনার সুন্দর টিউটোরিয়াল গুলো অনেক কাজের ছিলো।
আমি ওনাকে এখনো নিজের থেকে কৃতজ্ঞতা টুকু যানাবার সুজোক পাইনি তাই আমার প্রথম টিউন এ ওনার কিছু কথা বলে ফেললাম। ওনার নাম হচ্ছে (হুছাইন আহমেদ) ভাই। ত এখন আসি আমার কথায়, আমি একজন খুদ্র মানুষ বড়দের কাছ থেকে অল্প অল্প শিখে আজ আমার মনে হচ্ছে, যে কিছুটা শিখতে পেরিছি ত আমি আপনাদের জন্য একটি ফটোশপ এর টিউটোরিয়াল ভিডিও তৈরী করেছি, নিচে দেওয়া ছবি ও ভিডিও টি দেখেনেন
Sorry Embed Link টা দিতে পারলাম না
এবং যদি মনে হই যে আমার ভিডিও থেকে কিছু শিখার আছে তা হলে অবশ্যয় টিউমেন্ট করে যানাবেন প্লিজ। আজকে এই পর্যন্তই। যদি আপনাদের মতামত পাই তা হলে আরো টিওন করবো ইনশাআল্লাহ। (খোদা হাফেজ)
আমার ফেইজবুক আইডিঃ http://www.facebook.com/raju.ahamad.3348
আমি রাজু আহাম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ শেয়ার করার জন্য।