ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল [পর্ব-০৬] :: কী করে আপনার ছবিকে প্রোফেশনাল এডিটরের মত এডিট করবেন এবং ছবিকে দিবেন সৌন্দর্যের এক ভিন্ন মাত্রা।

ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল

৫ নাম্বার পর্বের পর দ্রুতই এবার এসে পড়লাম আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল এ দেখে নিন কী করে আপনারা প্রোফেশনাল ইডিটরদের মত পারফেক্ট ইডিটের ছোয়া দিতে পারেন। সালাম বন্ধুরা অথবা গুরুজনেরা ! আপনার কী মন খারাপ ? তাহলে এখনি দেখে নিন টিউটোরিয়ালটি। মন ভালো হলে হতেও পারে !(নট গ্যারান্টেড !)

এই অংশটুকু তাদের জন্য যারা আমার টিউটোরিয়ালটি প্রথমবারের মত পড়ছেন :

আমি এখানে ব্যবহার করেছি এডোবি ফটোশপ সিসি ২০১৪ ভার্সন। আপনারা টরেন্ট সাইট থেকে এটা নামিয়ে নিতে পারেন। আমিও ওখান থেকেই নামিয়েছি। আপনাদের যদি অন্য কোন ভার্সন থেকে থাকে তাতেও সমস্যা নেই। তবে আমি আপনাদের রিকোমেন্ড করবো ফটোশপ সিসি ২০১৪ এর পর থেকে যা যা ভার্সন বের হয়েছে সেগুলো ব্যবহার করার। কারন আপনারা এতে ফিল্টার এর ভেতর বিল্ট ইন হিসেবে ক্যামেরা রো অপশনটি পাবেন। যেটা আপনারা অন্য কোন ভার্সনে পাবেন না। আর ক্যামেরা রো খুবই চমৎকার একটি ফিচার। এর মাধ্যমে আপনারা একটা ছবিকে খুব সুন্দর করে তুলতে পারবেন। এটা মূলত ফটোশপ সিএস৬ ভার্সন থেকে ফটোশপে এড করা হলেও সিএস৬ ভার্সনে এটা খুবই ভেতরে থাকে তাছাড়া ব্যবহার করাটাও বেশ ঝামেলার ব্যাপার। কিন্তু সিসি তে এটাকে ফিল্টার প্যানেলেই ঢুকিয়ে দিয়েছে।

যাই হোক এই টিউটোরিয়ালে আমি আজকে আপনাদের দেখাতে চলেছি :

আসলে আজকে আমি আপনাদের একটি সিম্পল কিন্তু অসাধারন একটি টিপস দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পারবেন কি করে একটি ছবিকে রিটাচ করে অসাধারন একটা লুক দেওয়া যায়। দেখতে একদম প্রোফেশনাল লেভেল এর এডিট এর মত লাগবে। এখানে আপনারা প্রয়োজনমত আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, শার্টের কালার চেঞ্জ, সানগ্লাসের কালার চেঞ্জ, ছবিতে উদ্ধৃতি পূর্ন লেখা বসিয়ে কী করে অসাধারন একটি ছবি তৈরী করে বিভিন্ন জায়গায় আপলোড দিতে পারেন।

এবং আরো অনেক ছোটখাটো টিপস তো থাকছেই।

যাই হোক আপনি যদি বিগিনার লেভেল এর হোন তাও আপনার অসুবিধা হবেনা বলেই আমি আশা করছি। আর যদি অসুবিধা হয় তবে আমি রিকোমেন্ড করবো আমার সব কয়টি টিউটোরিয়াল দেখবেন। আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন। আর তাতেও না হলে আপনি স্টক ফটো গুলো নামিয়ে নিন আর আমার ভিডিও ও টার সাথে মিলিয়ে মিলিয়ে এডিট করুন এবং সর্বেশেষ কম্পেয়ার করুন আমারটার সাথে। এভাবে প্র্যাকটিস করুন। আস্তে আস্তে খুব ভালো এডিট করতে পারবেন বলেই আমার বিশ্বাস। আর আসলে ফটোশপের টিউটোরিয়াল এ টিউন লিখে দেখানো খুবই কঠিন। এবং সাথে আরো অনেক বিষয় থাকে যা আসলে টিউন লিখে বোঝানো সম্ভব না। তাই আমি আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল নিয়ে এলাম।

কেউ কিছু বুঝতে না পারলে টিউমেন্ট করুন। আপনাদের টিউমেন্টই আমার পরবর্তী টিউন করার প্রেরনা। আপনারা টিউমেন্ট করে ভালো খারাপ বলুন। আমি সে অনুযায়ী সংশোধন করার চেষ্টা করবো। যেমন আমাকে একজন এর আগের টিউটোরিয়াল এ বলেছেন যে বুঝতে পারছেন না তাই আমি এই টিউন এ এড করে দিলাম কী করে আপনারা ভালোভাবে চর্চা করে সুপার এডিটর হয়ে উঠতে পারেন।

ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Level 0

আমি সাগর মাহতাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির নেশায় বুদ হয়ে থাকা ছেলেটি খুবই সাধারন । ভালোবাসে প্রযুক্তি বিষয়ক যেকোনো বিষয়। তাই শেষ পর্যন্ত প্রযুক্তিকেই তার ক্যারিয়ার বানাতে যাচ্ছে।মুখিয়ে আছে সিএসই বিভাগে পড়ার জন্য ।জানেনা তার ভবিষ্যতে কি আছে কিন্তু সে তার আগ্রহের জায়গাটাতেই সেরাটা দিয়ে কিছু করে দেখতে চায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

akto help koran vai post korar somoy apne ja video play system ta korsan ata kebaba kora ifrmre korla to hoy na ar aga ke kono keso korta hoy

আপনি জাস্ট ভিডিও এর লিংকটা কপি করে এনে পেস্ট করে দিবেন তাতেই হয়ে যাবে।

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

প্রিয় টিউনার,

আপনাকে এই চেইনটি চলমান করার জন্য অনুরোধ করা গেল। দয়া করে আপনার চেইন টিউনটি নতুন পর্ব যুক্ত করুন এবং নিয়মিত আপডেট করুন। ধন্যবাদ।