ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল [পর্ব-০৫] :: কীভাবে ডার্ক ফেসকে ন্যাচারালি লুকিং সাদা ফেসে রুপান্তরিত করবেন এবং সাথে ফেস রিটাচিং করে অসাধারন ম্যানিপুলেশন পদ্ধতি।

ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল

আজ প্রায় সপ্তাহ খানেক পর আপনাদের মাঝে ফিরে এলাম এডোবি ফটোশপের আরেকটি অসাধারন টিউটোরিয়াল নিয়ে। আসলে কিছুদিন ব্যস্ত ছিলাম। যাই হোক সালাম দিতে ভুলে গেলাম !! আসসালামু আলাইকুম ! (সালামের জবাব দেয়া কিন্তু ওয়াজিব !!) টাইটেল দেখেই নিশ্চয়ই বুঝেছেন আজকে আমি কী দেখাতে চলেছি আপনাদের। তো চলুন ফটো ম্যানিপুলেশন এর ৫ নাম্বার পর্বে ঢুকে পড়া যাক।

এই অংশটুকু যারা আমার টিউন প্রথমবারের মত পড়ছেন তাদের জন্য।

আমি এখানে ব্যবহার করেছি এডোবি ফটোশপ সিসি ২০১৪ ভার্সন। আপনারা টরেন্ট সাইট থেকে এটা নামিয়ে নিতে পারেন। আমিও ওখান থেকেই নামিয়েছি। আপনাদের যদি অন্য কোন ভার্সন থেকে থাকে তাতেও সমস্যা নেই। তবে আমি আপনাদের রিকোমেন্ড করবো ফটোশপ সিসি ২০১৪ এর পর থেকে যা যা ভার্সন বের হয়েছে সেগুলো ব্যবহার করার। কারন আপনারা এতে ফিল্টার এর ভেতর বিল্ট ইন হিসেবে ক্যামেরা রো অপশনটি পাবেন। যেটা আপনারা অন্য কোন ভার্সনে পাবেন না। আর ক্যামেরা রো খুবই চমৎকার একটি ফিচার। এর মাধ্যমে আপনারা একটা ছবিকে খুব সুন্দর করে তুলতে পারবেন। এটা মূলত ফটোশপ সিএস৬ ভার্সন থেকে ফটোশপে এড করা হলেও সিএস৬ ভার্সনে এটা খুবই ভেতরে থাকে তাছাড়া ব্যবহার করাটাও বেশ ঝামেলার ব্যাপার। কিন্তু সিসি তে এটাকে ফিল্টার প্যানেলেই ঢুকিয়ে দিয়েছে।

যাই হোক এই টিউটোরিয়ালে আমি আজকে আপনাদের দেখাতে চলেছি :

  • ১। কী করে আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন।
  • ২। কীভাবে আপনারা ডার্কেন ফেস থেকে ন্যাচারালি ফর্সা চেহারার ফেস তৈরি করতে পারেন।
  • ৩। কীভাবে রিয়েলিস্টিক ভাবে হাতে ট্যাটু লাগাতে পারেন।
  • ৪। কীভাবে ডিএসএলআর এর মত ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারেন কার্যকারী উপায়।
  • ৫। হেয়ার স্পাইক করার কার্যকারী উপায়।
  • ৬। সানগ্লাসের কালার চেঞ্জের পদ্ধতি।
  • ৭। আকাশে পাখি স্থাপন পদ্ধতি।
  • ৮। আপনার পিছনে মেয়েদের লাইন লাগানোর ভার্চুয়াল পদ্ধতি !

এবং আরো অনেক ছোটখাটো টিপস।

যাই হোক আপনি যদি বিগিনার লেভেল এর হোন তাও আপনার অসুবিধা হবেনা বলেই আমি আশা করছি। আর আসলে ফটোশপের টিউটোরিয়াল এ টিউন লিখে দেখানো খুবই কঠিন। এবং সাথে আরো অনেক বিষয় থাকে যা আসলে টিউন লিখে বোঝানো সম্ভব না। তাই আমি আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল নিয়ে এলাম।

কেউ কিছু বুঝতে না পারলে টিউমেন্ট করুন।

ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

 

Level 0

আমি সাগর মাহতাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির নেশায় বুদ হয়ে থাকা ছেলেটি খুবই সাধারন । ভালোবাসে প্রযুক্তি বিষয়ক যেকোনো বিষয়। তাই শেষ পর্যন্ত প্রযুক্তিকেই তার ক্যারিয়ার বানাতে যাচ্ছে।মুখিয়ে আছে সিএসই বিভাগে পড়ার জন্য ।জানেনা তার ভবিষ্যতে কি আছে কিন্তু সে তার আগ্রহের জায়গাটাতেই সেরাটা দিয়ে কিছু করে দেখতে চায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই কমান্ড উ‌ল্লেখ পূর্বক একটু আ‌স্তে ও ধিরে টিউ‌টো‌রিয়াল টা বানা‌লে আমা‌দের উপকার হত।

    আমি যথাসম্ভব কমান্ড দেখানোর চেষ্টা করেছি ভাই । আর ভিডিও এর দৈর্ঘ্য অনেক বড় হয়ে যায় যার কারনে একটু ফাস্ট করে দেয়া হয়েছে । আর আপনি আমার সব টিউটোরিয়াল দেখুন আর সব স্টক ফটো গুলো নামিয়ে আমার ভিডিও টা ডাউনলোড করে ভিডিও দেখে দেখে আমি যেভাবে যেই পিকচারে কাজ করেছি আপনি ও সেইভাবে করুন আর আমার টার সাথে মিলিয়ে নিন । তাহলে খুব ভালোভাবে শিখতে পারবেন বলে আমার বিশ্বাস । ট্রাই করে দেখতে পারেন ।