ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল [পর্ব-০৪] :: কীভাবে ডার্ক এডিট করবেন এবং অস্থির ইফেক্ট ব্যবহার করে আপনার ছবিকে মুভি Poster মতো করবেন!!!

ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন। আমার ফটোশপের চেইন টিউনের ৪র্থ পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো ডার্ক এডিটিং এর অসাধারন একটি ফিচার এবং বোনাস কিছু কাজ। তো চলুন শুরু করা যাক।

আমি এখানে ব্যবহার করেছি এডোবি ফটোশপ সিসি ২০১৪ ভার্সন। আপনারা টরেন্ট সাইট থেকে এটা নামিয়ে নিতে পারেন। আমিও ওখান থেকেই নামিয়েছি। আপনাদের যদি অন্য কোন ভার্সন থেকে থাকে তাতেও সমস্যা নেই। তবে আমি আপনাদের রিকোমেন্ড করবো ফটোশপ সিসি ২০১৪ এর পর থেকে যা যা ভার্সন বের হয়েছে সেগুলো ব্যবহার করার। কারন আপনারা এতে ফিল্টার এর ভেতর বিল্ট ইন হিসেবে ক্যামেরা রো অপশনটি পাবেন। যেটা আপনারা অন্য কোন ভার্সনে পাবেন না। আর ক্যামেরা রো খুবই চমৎকার একটি ফিচার। এর মাধ্যমে আপনারা একটা ছবিকে খুব সুন্দর করে তুলতে পারবেন। এটা মূলত ফটোশপ সিএস৬ ভার্সন থেকে ফটোশপে এড করা হলেও সিএস৬ ভার্সনে এটা খুবই ভেতরে থাকে তাছাড়া ব্যবহার করাটাও বেশ ঝামেলার ব্যাপার। কিন্তু সিসি তে এটাকে ফিল্টার প্যানেলেই ঢুকিয়ে দিয়েছে।

যাই হোক এই টিউটোরিয়ালে আমি আজকে আপনাদের দেখাতে চলেছি তা হচ্ছে:

  • ১। ডার্ক এডিটিং পদ্ধতি।
  • ২। ইফেক্ট দিয়ে অসাধারন ফটো তৈরি করার সহজ পদ্ধতি।
  • ৩। Brothers এর লোগো লাগিয়ে বন্ধুত্ব জোরদার করা !!!
  • ৪। মুভি টিউনার এর মত ফটো বানানো।
  • ৫। কালারকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা।
  • ৬। কীভাবে সানগ্লাসের কালার ভালোভাবে পরিবর্তন করতে পারেন।
  • ৭। হেয়ার স্পাইক করার কার্যকারী উপায়।

এবং আরো অনেক ছোটখাটো টিপস।

যাই হোক আপনি যদি বিগিনার লেভেল এর হোন তাও আপনার অসুবিধা হবেনা বলেই আমি আশা করছি। আর আসলে ফটোশপের টিউটোরিয়াল এ টিউন লিখে দেখানো খুবই কঠিন। এবং সাথে আরো অনেক বিষয় থাকে যা আসলে টিউন লিখে বোঝানো সম্ভব না। তাই আমি আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল নিয়ে এলাম। এটি দেখে নিন।

কেউ কিছু বুঝতে না পারলে টিউমেন্ট করুন।

ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে ইনশাআল্লাহ আরো টিউটোরিয়াল নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Level 0

আমি সাগর মাহতাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির নেশায় বুদ হয়ে থাকা ছেলেটি খুবই সাধারন । ভালোবাসে প্রযুক্তি বিষয়ক যেকোনো বিষয়। তাই শেষ পর্যন্ত প্রযুক্তিকেই তার ক্যারিয়ার বানাতে যাচ্ছে।মুখিয়ে আছে সিএসই বিভাগে পড়ার জন্য ।জানেনা তার ভবিষ্যতে কি আছে কিন্তু সে তার আগ্রহের জায়গাটাতেই সেরাটা দিয়ে কিছু করে দেখতে চায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আমার ম‌নে হয় প্র‌তিটা ক‌মেন্ট এর স্ক্রিন সর্ট দি‌লে আমা‌দের জন্য ভাল হত।আমরা তো নতুন ভাই।

    ঠিক আছে ভাই ।আমি চেষ্টা করবো একটা বেসিক ভিডিও তৈরি করার যাতে নতুনরা সহজেই এডজাস্ট হয়ে যেতে পারেন সবকিছুর জন্য ।

ভাই আপনার রিপ্লাই পে‌য়ে ভাল লাগল। আর একটা কথা ভাই। আ‌মি কি ভা‌বে এক ক্লি‌কে পাস‌পোর্ট সাই‌জের ছ‌বি ৪ ক‌পি একবা‌রেই এক জায়গায় নেব?

    আপনার কথাটা সম্পূর্ন ভাবে ক্লিয়ার হতে পারলাম না ভাই।একটু ভালো করে যদি ভেঙে বলতেন তাহলে হয়তো কিছুটা উপকার করতে পারতাম।

আপনার টিউ‌টো‌রিয়াল গু‌লো কিন্তু খুব সুন্দর হ‌চ্ছে। এভা‌বেই চা‌লি‌য়ে যান।

    ধন্যবাদ ভাই।আপনাদের এরকম রেসপন্স পেলে টিউটোরিয়াল করতে উৎসাহী হই।ভালো খারাপ যাই করি না কেন টিউমেন্ট এ জানাবেন।

যখন ১ টি ছ‌বি নি‌য়ে কাজ করার পর প্রিন্ট আউট এর পু‌র্বে একটা পাতায় ৪ ক‌পি ছ‌বি সেট ক‌রে প্রিন্ট দেয় দে‌াকানদাররা। তখন তারা কোন সর্ট সে‌টিংস ব্যবহার ক‌রে। যেমন ফাংশন কি এর ব্যবহার। যার ফ‌লে এক ক্লি‌কেই ৪ টি ছ‌বি অ‌টো ভা‌বে এক‌টি পে‌জে সেট হ‌য়ে যায়। আশা ক‌রি বুঝা‌তে পে‌রে‌ছি ভাই।

    আপনার কথাটা তবুও সম্পুর্ণ ক্লিয়ারলি বুঝতে পারলাম না। তবে দোকানদার রা পাসপোর্ট সাইজের একটা ছবিকে একটা নতুন ডকুমেন্টে নিয়ে যায় এবং তারপর Alt বাটন চেপে ধরে ছবিটাকে কপি করে । তারপর দুইটা ছবিকে একসাথে ধরে Alt কী চেপে ধরে আবারো একই ভাবে কপি করে ৪ কপি বানিয়ে ফেলে ।