ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল [পর্ব-০২] :: কীভাবে একটি স্টাইলিশ ফটো তৈরী করতে পারেন সাথে ট্যাটু লাগানো, রিজব্যান্ড লাগানো সহ আরো অনেক কিছুর পদ্ধতি

ফটো ম্যানিপুলেশন টিউটোরিয়াল

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করছি খুবই ভালো আছেন। আমার ফটোশপের দ্বিতীয় চেইন টিউনের ২য় পর্বে আপনাদের স্বাগতম। আমি আজ থেকে ভাবছি এডোবি ফটোশপের উপর সিরিজ টিউটোরিয়াল করবো। আজকে আমি আপনাদের দেখাবো ফটো ম্যানিপুলেশনের আরেকটি ফিচার। আরো কিছু কাজ। তো চলুন শুরু করা যাক।

আমি এখানে ব্যবহার করেছি এডোবি ফটোশপ সিসি ২০১৪ ভার্সন। আপনারা টরেন্ট সাইট থেকে এটা নামিয়ে নিতে পারেন। আমিও ওখান থেকেই নামিয়েছি। আপনাদের যদি অন্য কোন ভার্সন থেকে থাকে তাতেও সমস্যা নেই। তবে আমি আপনাদের রিকোমেন্ড করবো ফটোশপ সিসি ২০১৪ এর পর থেকে যা যা ভার্সন বের হয়েছে সেগুলো ব্যবহার করার। কারন আপনারা এতে ফিল্টার এর ভেতর বিল্ট ইন হিসেবে ক্যামেরা রো অপশনটি পাবেন। যেটা আপনারা অন্য কোন ভার্সনে পাবেন না।

আর ক্যামেরা রো খুবই চমৎকার একটি ফিচার। এর মাধ্যমে আপনারা একটা ছবিকে খুব সুন্দর করে তুলতে পারবেন। এটা মূলত ফটোশপ সিএস৬ ভার্সন থেকে ফটোশপে এড করা হলেও সিএস৬ ভার্সনে এটা খুবই ভেতরে থাকে তাছাড়া ব্যবহার করাটাও বেশ ঝামেলার ব্যাপার। কিন্তু সিসি তে এটাকে ফিল্টার প্যানেলেই ঢুকিয়ে দিয়েছে।

যাই হোক এই টিউটোরিয়ালে আমি আজকে আপনাদের দেখাতে চলেছি :

  • ১। ব্যাকগ্রাউন্ড রিমুভ পদ্ধতি।
  • ২। স্টাইলিশ ফটো তৈরি করার সহজ পদ্ধতি।
  • ৩। কালারকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা।
  • ৪। কীভাবে সানগ্লাসের কালার ও খুব ভালোভাবে পরিবর্তন করতে পারেন।
  • ৫। হেয়ার স্পাইক করার কার্যকারী উপায়।
  • ৬। ট্যাটু লাগানোর পদ্ধতি।
  • ৭। রিজব্যান্ড লাগানোর পদ্ধতি।
  • ৮। সুন্দর করে অবজেক্ট স্থাপন করার পদ্ধতি।

এবং আরো অনেক ছোটখাটো টিপস।

যাই হোক আপনি যদি বিগিনার লেভেল এর হোন তাও আপনার অসুবিধা হবেনা বলেই আমি আশা করছি। আর আসলে ফটোশপের টিউটোরিয়াল এ টিউন লিখে দেখানো খুবই কঠিন। এবং সাথে আরো অনেক বিষয় থাকে যা আসলে টিউন লিখে বোঝানো সম্ভব না। তাই আমি আপনাদের জন্য ভিডিও টিউটোরিয়াল নিয়ে এলাম।

কেউ কিছু বুঝতে না পারলে টিউমেন্ট করুন। আপনাদের টিউমেন্টেই নতুন টিউন করার উৎসাহ পাই। তাই টিউনটি কেমন হল টিউমেন্ট করে জানাবেন।

ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে ইনশাআল্লাহ পর্বো ৩ নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

Level 0

আমি সাগর মাহতাব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির নেশায় বুদ হয়ে থাকা ছেলেটি খুবই সাধারন । ভালোবাসে প্রযুক্তি বিষয়ক যেকোনো বিষয়। তাই শেষ পর্যন্ত প্রযুক্তিকেই তার ক্যারিয়ার বানাতে যাচ্ছে।মুখিয়ে আছে সিএসই বিভাগে পড়ার জন্য ।জানেনা তার ভবিষ্যতে কি আছে কিন্তু সে তার আগ্রহের জায়গাটাতেই সেরাটা দিয়ে কিছু করে দেখতে চায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন। ধন্যবাদ আপনাকে।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

    ধন্যবাদ টেকটিউনস চেইন টিউনে রুপান্তরিত করে দেয়ার জন্য ।

সাগর ভাই,সুন্দর টিউন,কিন্তু এগুলো কি শুধু দেখার জন্যে,না কি শেখার জন্যে,যদি শেখার হয়,তবে একটু ধীরে এবং কোথায় ,কি পয়েন্টে কার্সর নিলেন,তা জানানো উচিৎ নয় কি?এতো কষ্ট করে যদি আমরা না শিখতে পারি,তবে তা করে লাভ কি?অনুরোধ করি আস্তে আস্তে দেখান