কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। গ্রাফিক্স ডিজাইন নিয়ে এটি আমার প্রথম টিউন, ভূল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কিভাবে আরো ভালো করা যায় এই বিষয়ে মন্তব্য় করলে উপকৃত হবো।
ইনফোগ্রাফিক নিয়ে কিছু কথা- কোনো তথ্য় কে গ্র্ফিকালি মানুষের সামনে উপস্থাপন করার জন্য় ইনফরমেশন গ্রাফিক বা ইনফোগ্রাফিক তৈরি করা হয়। এর মাধম্য়ে অনেক সহজে তথ্য় গুলো অনুধাবন করা যায়। অনেক বেশি পরিমান তথ্য় অনেক সহজে ও বোধগম্য় রূপে অন্য়ের কাছে পৌছানোর জন্য় এর বহুল ব্যবহার রয়েছে।
আপনাদের সুভিধার্থে ভিডিও টিউটোরিয়াল টি বানানো, ভিডিও টিতে অনেক সহজ ভাবে ইনফোগ্রাফিক তৈরি করে দেখানো হয়েছে।
ইনফোগ্রাফিক টি ফটোশপের ক্রিয়েটিভ ক্লাউড ব্য়াবহার করে বানানো, আপনারা যে কোনো একটি ব্য়াবহার করেই তৈরি করতে পারেন।
ইনফোগ্রাফিক নিয়ে কিছু কথা- কোনো তথ্য় কে গ্র্ফিকালি মানুষের সামনে উপস্থাপন করার জন্য় ইনফরমেশন গ্রাফিক বা ইনফোগ্রাফিক তৈরি করা হয়। এর মাধম্য়ে অনেক সহজে তথ্য় গুলো অনুধাবন করা যায়। অনেক বেশি পরিমান তথ্য় অনেক সহজে ও বোধগম্য় রূপে অন্য়ের কাছে পৌছানোর জন্য় এর বহুল ব্যবহার রয়েছে।
আমি প্রতীক খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগে নতুন কিছু শিখতে, আর তা যদি হয় কম্পিউটার সম্মন্ধিত তা হলে তো কথাই নেই। নতুন কিছু শিখতে আর যা জানি তা আপনাদের সাথে ভাগাভাগি করে নিতেই টেকটিউনস এ আসা।