নিজের নাম দিয়ে এবার রক্ত গড়ে পরবে ফটোশপে নিমিষেই তৈরী করুন

প্রথমে আমার আন্তরিক ভালবাস ও শুবেচ্ছা, আমি ফটোশপে যা জানি তা সব গুলো এক এক করে শেয়ার করে জানাব আজ আমি ফটোশপে টিউন করব যে নিজের নাম দিয়ে রক্ত পরবে কিভাবে তা নিচে আলোচনা করা হলো এবং স্কীনশট দেওয়া হলো।

১ম ধাপ

প্রথমে ফটোশপ ওপেন করুন তারপর একটি file গিয়ে new তে ক্লিক করুন এবং একটি পেজ নিন তারপর পেজটি থাকবে সাদা আপনাকে কালো রং করতে হবে। কিভাবে করবেন Tool বারে যাবেন সেখানে আছে Gradient tool সেখানে গিয়ে মাউস একবার ক্লিক করে ধরে ধাকবেন সেখানে নিচে একটি অপশন আসবে সেটির নাম হচ্ছে Paint bucket Tool নামতে ক্লিক করুন এবং color picker Tool তে উপরে কালো রং সিলেক্ট করে দিন নিচে সাদা করে দিন এবং  সাদা পেজ টার উপর একবার ক্লিক করুন দেখুন কালো হয়ে গেছে স্বীনশট দেওয়া হলো ফলো করুন যে খানে লাল টির চিহ্ন দেওয়া আছে সেখানে ভালভাবে ফলো করে কাজ করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২য় ধাপ

এখানে আপনি সাদা রং সিলেক্ট করে টেক্স দিয়ে আপনার ইচ্ছে মত নাম লিখুন আমি লিখেছি আমার কম্পিউটারের নাম এবং নিচের ধাপ ফলো করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৩য় ধাপ

এখন নামটাকে Rotate করে নিতে হবে প্রথমে মেনুবারে গিয়ে Image বারে ক্লিক করুন তারপর নিচে  অপশন আসে Rotate canvace 90 CW তে ক্লিক করুন এবং দেখুন লেখাটি উল্টে গেছে আবার নিচে ফলো করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৪থ ধাপ

এখন আপনি যে কাজটি করবেন সেটি হলো Filter মেনুতে যান সেখানে গিয়ে নিচে আসে Stylize  গিয়ে ডান দিকে অনেক গুলো অপশন আসবে সেখানে গিয়ে নিচে Win নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন এবং Ok করুন আবার অপশন আসবে সেখানে কোন কাজ নেই আবার Ok তে ক্লিক করুন এবং ক্লিক করার পর  কিবোড থেকে Cotrol D পরপর ৩ বার চাপ দিন দেখবেন  পিকচার টার  মতো কিছু ইফেক্ট নিবে আবার নিচে ফলো করুন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৫ম ধাপ

আবার আগের মত করে যেভাবে লেখাটাকে ঘুরে নিয়েছেন সেভাবে Image মেনুতে গিয়ে Rotate canvace 90 CCW তে ক্লিক করুন  তারপর দেখবেন যে লেখাটি আগের মতো করে ঘুরে গেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৬ষ্ঠ ধাপ

লেখাটার ইফেক্টটাকে  একটু আকা বাকা করে নেওয়া দরকার সেক্ষেরে আপনাকে আবার Filter মেনুতে যাইতে হবে তারপর Distort গিয়ে ডান দিকে অপশন আসবে সেখানে Ripple ক্লিক করুন  আর কোন কাজ নেই আবার ok করুন দেখেন লেখা আকা বাকা হয়ে গেছে এবং নিচে ফলো করুন

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৭ম ধাপ

এখন আমরা লেখার কালারটিকে লাল রংগে পরিনত করব কিভাবে প্রথমে color pucker নিচে রং লাল করে দিন তারপর আবার Filter মেনুতে গিয়ে Sketch গেলে ডান দিকে অপশন আসবে সেখানে নিচে Stamp নামে অপশন আছে সেখানে ক্লিক করুন একট বক্স আসবে সেখানে ডান দিকে Light /Dark Blanche 35 করে দিন এবং নিচে যে অপশনটি আছে সেখানে Smoothness 17 করে দিন কাজ শেষ এখন Ok  করে দিন আপনার রক্তে গড়া নাম হয়ে গেছে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

৮ম ধাপ

আমি যে ইমেজটি তৈরি করলাম সেটি আবার দেখাইতেছি নিচে

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আমার টিউনটি কষ্ট করে  দেখার জন্য ধন্য বাদ আবার দেখা পরের টিউনে ভাল লাগলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন।

 

 

Level 1

আমি বিশ্বজিৎ কুমার দাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস