সব থেকে সহজে যে কোনো ছবির Background চেঞ্জ করুন 2 মিনিটে। একদম Professional Work

সব থেকে সহজে যে কোনো ছবির Background চেঞ্জ করুন 2 মিনিটে। Professional Work.

ছবি নিয়ে experiment কে না করে। কালার পরিবর্তন করা, কারেকশান করা, না না experiment চলে ছবি নিয়ে। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে যে কোনো ছবির Background চেঞ্জ করা যায়। যারা নতুন ফটোশপ শুরু করেন তাদের প্রথম কাজ এটি দিয়ে শুরু করে। অবশ্য আমিও শুরু করেছিলাম। প্রতিদিন না না ছবি নিয়ে শুধু Background চেঞ্জ করতাম। অনেক সমস্যা হত। যেমন ছবির edge গুলো এতটাই sharp আসতো যে দেখলে মনে হত এটা কেটে লাগানো। ব্যাকগ্রাউন্ড এর সাথে ম্যাচ করত না। তার চেয়ে বড় সমস্যা ছিল মেয়েদের hair selection করা। কখনোই ঠিক ঠাক আসতো না। তারপর অনেক এক্সপেরিমেন্ট করে করে এক্সপার্ট হই। মানে আমরা অনেকেই জানি কিভাবে ফটোশপে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। কিন্তু সেই কাজের মানটা প্রফেশানাল হত না। চলুন আজ আমি দেখাবো কিভাবে একটা ছবির ব্যাকগ্রাউন্ড প্রফেশানালি চেঞ্জ করা যায়। আমি মাত্র দুটি টুলের সাহায্যে এই কাজটি করেছি। প্রথম Selection Tool আর Refine Edge Tool.

Video Tutorial Link:

চোখের কালার চেঞ্জ করুন এক মিনিটে! সব থেকে সহজ এবং effective method

শুধু একটি কথা যদি আমার এই Tutorial গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো কাজে লাগতে পারে। আর কেউ এই Tutorial থেকে যদি উপকৃত হয় আমার প্রচেষ্টা সার্থক হবে। আর ভালো না লাগলে অবশ্যই বলবেন। 

আমার YouTube Channel: Click Here

 

Level 1

আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস