আসসালামুয়ালাইকুম বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ব্যাস্ততার কারণে নিয়মিত টিউন করতে পারছি না জন্য আমি দুঃখিত। যাই হোক আজ আপনাদের দেখাব কিভাবে যে কোনো সাদা কালো ছবিকে একদম রঙ্গিন ছবিতে রুপান্তর করা যায়। আমাদের অনেকের পারিবারিক পুরাতন ছবি থাকে যেগুলো কালের সাক্ষি হয়ে আছে। ছবি গুলো অনেক স্মৃতি মনে করিয়ে দিলে ও দুঃখের বিষয় হচ্ছে ওগুলো সাদা কালো। যার কারনে ছবি গুলা ইতিহাসকে ফুটিয়ে তুললেও দেখতে ওতটা ভাল লাগে না। তাই আপনাদের জন্য আজ আরেকটা ভিডিও টিউটোরিয়াল বানালাম এটা দেখলে খুব সহজে আপনি আপনার সেই স্মৃতি সমৃদ্ধ সাদা কালো ছবি গুলোতে রঙের ছোঁয়া দিতে পারবেন। যারা আমার আগের টিউন গুলো মিস করেছেন তারা চাইলে দেখে আসতে পারেন।
টেকটিউনসে আমার আগের টিউটোরিয়াল গুলোঃ
যেভাবে ফটোশপে আপনার ছবি হাইকন্ট্রাষ্ট সাদা কালার করবেন
যেভাবে এলোমেলো চুল না কেটে ফটোশপে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন
অসাধারন ফ্যান্টাসি স্কাই মেনিপুলেশন তৈরি করুন ফটোশপে
আশা করি আপনারা আমার আগের টিউটোরিয়াল গুলো দেখেছেন আজকের টিউটোরিয়ালের ইউটিইউব লিংক নিচে দেওয়া হল। আশা করি এই ভিডিও টি আপনাদের ভাল লাগবে। আমার চ্যানেল লাইক ও সাবস্ক্রাইব করুন। আর কোনো সমস্যা হলে বা পরামর্শ থাকলে অবশ্যই টিউমেন্ট করুন।
আজকের টিউনের লিঙ্কঃ
এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।
এখন প্রায় প্রতি দিনই অ্যাডবি ফটোশপ বিভাবে " ডার্ক নাইট " নামের একজন টিউনারের একই টিউন প্রতিদিন দেখা যায় সে মাত্র ২ টা ভিডিও দিয়ে ২৬ টা টিউন করেছে। তাই আমি "ডার্ক নাইট" কে বলতে চাই আগে নিজে কাজ শিখুন তারপর টিউন করুন এভাবে স্ক্যাম করে আর কত খাবেন? তো বন্ধুরা আম্পনাদের জন্য জনাব "ডার্ক নাইট" এর কিছু স্ক্যাম টাইপের টিউনের শিরোনাম হুবহু তুলে ধরলাম।
আমি ফাহাদ অভি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
রঙের কাছে থেকে তুলি হারিয়ে গেছে। আজ রঙ খুব একা
আপনার এই গুরুত্বপূর্ণ টিউনের জন্য অনেক ধন্যবাদ।….