ফটোশপে বাংলা লেখার সহজ পদ্ধতি

হ্যালো টেকটিউন, আশা করি আপনারা সবাই ভালোই আছেন।

আমিও ভালো আছি।

অনেকদিন পর আবার টিউন করছি কিছু সমস্যার কারণে টিউন করতে পারিনি।
আজকে আমি আপনাদের জন্য ফটোশপের টিউটোরিয়াল নিয়ে এসেছি,

আশাকরি নাম শুনে বুঝতেই পারছেন আজকের টিউন টা কি নিয়ে।

হ্যাঁ, আজকে আমি দেখাব যে কীভাবে অনেক সহজ পদ্ধতিতে ফটোশপে বাংলা লেখা যায়।

তো চলুন শুরু করা যাক।

আগেই বলে রাখি এই টিউন টা শুধু মাত্র নতুনদের জন্য যারা জানেন তাদের জন্য নয়।

ফটোশপে বাংলা লিখতে হলে ফটোশপ তো লাগবেই সঙ্গে বাংলা কীবোর্ড অভ্র এবং কিছু বাংলা ফন্ট লাগবে।

অভ্র না থাকলে গুগল থেকে সার্চ করে ডাউনলোড করে নিন।

বাংলা ফন্ট গুলো ডাউনলোড করতে নীচে ক্লিক করুন।

ডাউনলোড বাংলা ফন্ট

ডাউনলোড হয়ে গেলে ফন্ট গুলি ইন্সটল করে নিন।

এবার ফটোশপ খুলুন

ফটোশপের একটা সেটিং পরিবর্তন করতে হবে
Edit >> Preferences >> type ... middle eastern and south Asian সিলেক্ট করে OK করুন।

এবার ফটোশপ রিস্টার্ট করুন।

ফটোশপ খুলে নতুন একটা ডকুমেন্ট তৈরি করুন যে কোন Resolution এর (আগের বানান ডকুমেন্ট মানে PSD কিন্তু কাজ করবে না)।

এবার Text Tool সিলেক্ট করে ইন্সটল করা ফন্ট গুলোর মধ্যে যেকোনো একটা সিলেক্ট করুন।

ব্যাস কাজ শেষ এবার অভ্র দিয়ে বাংলা লিখুন কোন রকম ঝাবেলা ছারাই।

টিউন টি বুঝতে অসুবিধে হলে নীচের ভিডিও টি একবার দেখে নিন।

https://youtu.be/hmoDiEYgH6U

ধন্যবাদ সবাকে টিউন টি পড়ার জন্য,
এবিষয়ে আগে কেউ টিউন করে থাকলে আমি দুঃখিত।

Level 0

আমি Chirantan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 40 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

nice article writing . hope you are also enjoying it
=========================================
https://www.youtube.com/watch?v=zSweK3td03M