ছোট গেমস মজা বেশি: অভিনব পায়জামার অভিযান(নামটা অদ্ভুত, গেমটা সুন্দর)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো তো? আমিও ভালো আছি। ভালো না থাকলেও এখন ভালো হয়ে যাবেন। কারণ ভালো একটা গেম আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। গেমটার নাম বাংলায় করা যেতে পারে অভিনব পায়জামার অভিযান। এটা মূলত একটি সিরিজ। এই সিরিজে তিনটা গেম আছে। সহজ ইংরেজীতে গেমটার নাম Fancy Pants Adventure.

গেমটি সম্বন্ধে-

PlatformsAndroid, iOS, Web browser

একটা কথা অনেকক্ষণ ধরে আপনাদের কাছে গোপন রাখছি, চুপি চুপি বলি, এটা কিন্তু একটা অনলাইন ফ্লাশ গেম। হয়ত শুনে আগ্রহ হারাবেন, কিন্তু গেমটা খেলে না দেখলে শিওর মিস করবেন। গেমটা কিন্তু খুব জনপ্রিয় একটা গেম। আর জনপ্রিয় মানেই অনেকেরই প্রিয় গেমগুলোর একটা এই গেম। আমারও খুব ভালো লাগে গেমটা। গেমটার মূল চরিত্রের প্যান্টটা আমার খুব অভিনব লাগেনি, তবে ডেভলোপারদের হয়ত লেগেছে, আর তাই গেমের নাম Fancy Pants Adventure. গেমের ভেতর চরিত্রকে Pants Man বলা হয়েছে।

গেমটা সিম্পল অথচ অসাধারণ একটা গেম। খেলতে ভালো না লাগার কারণ নেই। সুপার মারিও ধাঁচের কিছুটা। তবে গেমপ্লে একেবারেই ভিন্ন।

এবার খেলে আসি তাহলে-

পিসি:

Fancy Pants Adventure 3

গেমটা ভালো লাগলে গ্রিন রেঞ্জারস+ এর সাথেই থাকবেন।

গ্রিন রেঞ্জারস+ এ লেখার দাওয়াত রইলো।

আজ তাহলে আসছি, আল্লাহ হাফেজ। ভালো লাগলে টিউমেন্ট করবেন।

Level 2

আমি তাহমিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 288 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস