আছে নাকি সেই ছোট্ট বেলার সাদা কালো স্মৃতি তাহলে আর দেরি নয় মনের রঙ মিশিয়ে সেগুলো রঙিন করে নিন।
আজ থেকে বেশ কিছুদিন আগেও যখন রঙিন বা কালার ছবি তোলা যেত না তখন সব সাদা কালো ছবি হত। আমাদের অনেকেরই আছে সেই সব স্মৃতি সাদা কালো হয়ে। ইচ্ছে করলে আমরা সেগুলোকে রঙিন করতে পারি। কিন্তু কিভাবে করব সাদা কালো ছবিকে রঙিন?
আজকে আমি দেখাবো খুব সহজে কিভাবে সাদা কালো ছবি গুলোকে রঙিন করবেন। অনেকেই জানেন না যে সাদা কালো ছবিকে রঙিন করা যায়, বা অনেক খরচ পড়ে এটি করতে। তাহলে বলি আপনার ধরনা ভুল। আপনি নিজেই পারেন খুব কম সময়ে সাদা কালো ছবি গুলোকে রঙিন করতে। এর জন্য আপনাকে কোনো সফটওয়্যার Expert হতে হবে না। অল্প একটু Photoshop জানলে আমার এই টিউটোরিয়াল দেখে বাড়িতে বসে সময় নিয়ে ধীরে ধীরে করুন। আমি মনে করি আপনি নিরাশ হবেন না। আমি চেষ্টা করেছি খুব সহজে দেখানোর।
চলুন দেখা যাক কিভাবে সাদা কালো ছবিকে রঙিন করবেন?
ভিডিও লিঙ্ক - Click Here
শুধু একটি কথা যদি আমার এই Tutorial গুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবার সাথে শেয়ার করুন, নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন। আপনার একটি শেয়ার হয়তো কারো কাজে লাগতে পারে। আর কেউ এই Tutorial থেকে যদি উপকৃত হয় আমার প্রচেষ্টা সার্থক হবে। আর ভালো না লাগলে অবশ্যই বলবেন।
Photoshop Tutorials:
মুখের যত কালো দাগ, ব্রন, তিল দূর করুন নিমেষে স্কিনকে করুন soft
How to create realistic fire Text effect in Photoshop?
How to create Smoky Glass Text Effect in Photoshop?
How to type Bengali front in Photoshop?
ভিডিও গুলি দেখুনঃ
কিভাবে Smart Phone এর মেমোরি বাড়াবেন? ৫ টি ম্যাজিক্যাল টিপস
হারানো মোবাইল কিভাবে Track বা খুঁজে বার করবেন ?
Android মোবাইল এর ২০ টি Secret Code যা আপনার জানা উচিত।
Android এর সবচেয়ে ভালো Security App
আমার YouTube Channel: How To Tips Tutorials
আরও নতুন কিছু জানতে এইখানে Click করুন
আমি তোতনা মাজি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Hi to all 🙂
Everyone wants to earn REAL MONEY ONLINE and live life according their terms- Your can go here for your FIRST BREAK THROUGH : Here is your private link http://bit.ly/1LZuisx