হ্যালো বন্ধুরা।
আজকে আমি আবার হাজির হলাম সম্পূর্ণ নতুন ও মজার একটি সাবজেক্ট নিয়ে।
আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে কিবাবে সম্পূর্ণ প্রপেশনাল ভাবে একটি ইমেজ থেকে নির্দিষ্ট একটি পয়েন্ট কে রিমুভ করবেন।
প্রথমেই আমি বলে নেই যে এই কাজের জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিমান এর ধর্য্য নিয়ে বসতে হবে।
কারন কাজটি করতে হবে আপনাকে খুবই নিখুত হাতে।
ডিজাইন হচ্ছে এমন একটি বিষয় যেখানে আপনি যত এক্সপ্লোর করবেন ততই মজা পাবেন।
যদি ধর্য্য হারা হন তাহলে এই কাজ আপনাকে দিয়ে হবে না। :p
কিন্তু তাই বলে চেষ্টা না করেই হাল ছেড়ে দেবেন না।
মন দিয়ে চেষ্টা করে দেখুন আপনিও পারবেন।
আর আপনাদের যদি এখানে বুঝতে অসুবিদা হয়, তাহলেও চিন্তার কোন কারন নেই।
কারন আপনাদের জন্যই আছে আমার নিজের একটি YouTube চ্যানেল ।
যেখানে আমি আপনাদের STEP BY STEP দেখাবো কিবাবে এই কাজ গুলো করতে হয়।
একবার ঘুরে আসুন ভালো লাগলে SUBSCRIBE করে রাখুন।
তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল।
১। প্রথমেই আপনি যে ইমেজ এ কাজ করবেন সেটিকে photoshop এ ওপেন করে নিন।
২। এবার ইমেজটাকে সথেস্ট পরিমান এ জুম করে নিন, যাতে করে আপনি নিখুত ভাবে কাজ করতে পারেন।
তবে খেয়াল রাখবেন যাতে অতিরিক্ত জুম না হয়, অতিরিক্ত জুম হলে ইমেজ পিক্ষেল হয়ে কোয়ালিটি নস্ট হয়ে যাবে।
আর তাতে আপনি কিছুই বুজতে পারবেন না।
৩। এবার Photoshop এর মেনু বার থেকে (Clone Stamp Tool) টি সিলেক্ট করুন।
৪। এবার আপনাকে যে কাজটি করতে হবে সেটিই হচ্ছে মেইন সাবজেক্ট, আপনাকে যা করতে হবে তা হচ্ছে।
ইমেজটির খালি অংশ থেকে কপি করে মেইন পয়েন্ট এ পেস্ট করা।
খালি পয়েন্ট থেকে কপি করার জন্য আপনি কীবোর্ড থেকে Ctrl চেপে ধরে মাউস এর রাইট বাটন এ ক্লিক করতে হবে,।
আর পেস্টিং এর জন্য আপনাকে জাস্ট ওই অংশতে DRAG করতে হবে।
এরপর ও যদি আপনাদের বুঝতে অসুবিদা হয় তাহলে আমার YouTube এ দেখুন।
অথবা এখানে দেখতে পারেন।
৫। ছবিতে দেখুন কিবাবে এই কাজটি করবেন।
আর এবাবেই আপনি যে কোন ইমেজ থেকে একটি সাবজেক্ট কমপ্লিট ভাবে রিমুভ করতে পারেন।
বুঝতে যদি কোন অসুবিদা হয় তাহলে আমাকে জানাতে পারেন।
আমি আমার সাধ্য মত আপনাদের হেল্প করতে চেষ্টা করব।
আমার YouTube চ্যানেল টি দেখতে এখানে ক্লিক করুন।
যে সকল টিউটরিয়াল আমার YouTube এ পাবেন।
Create a Professional Business Card design in less then 15 Min, with Photoshop (For Beginners)
Mobile App Design in Photoshop CS5 Tutorial Step by Step iOS/Android
How To Create a PSD Website Layout With Photoshop "Everything step by step"
Make Professional Dark Music Player with Photoshop CS5 for Mobile apps and HTML Platform
Adobe Photoshop, Create Professional Stylish Edit of your own Pictures
Make Your OWN Selfie in Digital Paint Cartoon Avatar Using Adobe Photoshop CS 5
অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করুন।
আমি অচেনা মানুষ রিলোড়েড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ সেয়ার করার জন্য
। 🙂