এবার ফটোশপের মত ছবি কেটে ছবিতে লাগান Android দিয়ে!

হ্যাল বন্ধুরা,

সবাই কেমন আছো? আশাকরি সবাই ভাল আছ কারণ টেকটিউনস এর সাথে থাকলে সবাই ভালই থাকে। তাহলে কাজের কথায় আসি, আজ আমি তোমাদের দেখাব কিভাবে ফটোশপ ছারাই কোন ছবি কেটে অন্য কোন ছবিতে লাগাতে হয়। এই কাজের জন্য আমাদের দরকার হবে দুটি সফটওয়্যারের। তবে চিন্তা করার কিছু নেই, কারণ সফটওয়্যার দুটি খুবই ছোট। অবিশ্বাস্ব হলেও এই দুটি সফট এর ওজন হল মাত্র ৪ এমবির মত। তাহলে শুরু করা যাক,

প্রথমেই এখান থেকে Eraser এবং Photo Leyar নামের দুটি সফট ডাউনলোড করে ফেলুন ঝটপট। প্রথমেই বলে রাখি আমরা Eraser নামক সফট দিয়ে কোন ছবি থেকে Object কেটে নিব.png ফরম্যাটে। যেমন ধরুন কোন ছবিতে আপনি আছেন এবং কোন দৃশ্য আছে, এখন আপনি আপনাকে বা Object কে কেটে নিবেন। তবে আগেই বলে রাখি Object এর Background এক কালার হলেই ভাল।

এবার Earaser ব্যবহার করে আপনার ছবি png ফরম্যাটে সেভ করে নিন, তারপর Photo Layer ব্যবহার করে আপনার কাঙ্খিত Back Ground এ আপনার ছবি লাগিয়ে নিন। ব্যাস কাজ শেষ.

আজ এই পর্যন্তই, আসলে আজ আমার হাতে খুব একটা বেশি সময় নেই তাই টিউটরিয়াল টা ভালভাবে লেখতে পারলাম না। ব্যবহার করতে থাকুন, বাকিটা ইউজ করলেই বুঝে নিবেন। আশাকরি কোন সমস্যা হবে না, সমস্যা হলে টিউমেন্ট করতে ভুল্বেন না কিন্তু.দেখা হবে আগামি টিউনে.

Level New

আমি দূরন্ত দীপ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস