বিজয় দিবসে অনেকেই ফেসবুকের প্রোফাইল পিকচার বাংলাদেশের পতাকা দিয়ে রাঙিয়ে নিয়েছেন, বিষয়টা আমার কাছে ভালো লেগেছে, কারণ আমরা একতাবদ্ধ একটা জাতি, সবাই একসাথে মিলে দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আর আমাদের অন্তরে আছে বাংলাদেশ, সবার প্রোফাইল পিকচার এটাই প্রকাশ করছে।কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না যে আমাদের পতাকার একটা নির্দিষ্ট পরিমাপ আছে। আর তা নাহলে পরবর্তী প্রজন্ম বিভ্রান্ত হবে।
আসুন দেখে নেয়া যাক আমরা কিভাবে ফটোশপ ব্যবহার করে পতাকার পরিমাপ ঠিক রেখেই কিভাবে ফেসবুকের প্রোফাইল পিকচার বাংলাদেশের পতাকা দিয়ে রাঙিয়ে নিতে পারি।
প্রথমে আমাদের একটা প্রোফাইল পিকচার সংগ্রহ করে নিতে হবে যার দৈর্ঘ্য 500 পিক্সেল বা তার বেশি এবং প্রস্থও 500 পিক্সেল বা তার বেশি। বর্গকৃতির ইমেজ বা বর্গকৃতির কাছাকাছি এমন ইমেজ হলে ভালো হয়। যেমন
এরপর একটা সঠিক মাপের বাংলাদেশের পতাকা সংগ্রহ করতে হবে। আমার কাছে https://en.wikipedia.org/wiki/Flag_of_Bangladesh#/media/File:Flag_of_Bangladesh.svg এই পতাকাটি সবচেয়ে ভালো মনে হয়েছে।
এখন ফটোশপ ওপেন করে 500px X 500px এর একটা ক্যানভাস নিতে হবে।
এখন প্রোফাইল পিকচারটি নতুন একটা লেয়ারে নিয়ে Ctrl+t প্রেস করে রিসাইজ করে নিতে হবে।
এখন পতাকার ইমেজটি নতুন একটা লেয়ারে নিতে হবে এবং Move tool দিয়ে পজিশন করে নিতে হবে।
এখন পতাকার লেয়ারটি সিলেক্ট করে Opacity 50% করে দিতে হবে।
এখন File>Save for web করতে হবে।
Save করতে হবে।তাহলে একটা সুন্দর বাংলাদেশের পতাকার রঙে রাঙানো প্রোফাইল পিকচার তৈরি হবে।
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা রইলো।
কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করতে পারেন এর পাশাপাশি আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন।
আপনার মতামত, জিজ্ঞাসা, সবার সাথে শেয়ার করুন। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করুন,টিমওয়ার্ক করুন, নূন্যতম প্রতিদিন দুই ঘন্টা করে কোডিং করুন। আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে।
আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। শুভকামনা রইলো।
আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।
Vai android app development tune ki end?