বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম।কেমন আছেন Techtunes বাহিনী? আশাকরি সবাই ভাল আছেন। ফটোশপের একটা ধারাবাহিক টিউটোরিয়াল আমি করে যাচ্ছি আপনাদের জন্য। জানিনা কে কেমন শিখছেন। তবে টিউমেন্ট করে সুবিধা অসুবিধা জানালে মনে হয় ভালো হয়।
ফটোশপের ক্লাস শেষ হওয়ার সাথেই ইলাস্ট্রেটর এর ক্লাস শুরু করবো। তাই সফল গ্রাফিক্স ডিজাইনার হতে হলে সব ভিডিও গুলো ধৈর্য সহকারে দেখে বার বার ট্রাই করতে হবে।
আর ভিডিও গুলো মিস না করতে চাইলে আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কস্ট করে। Click here to Subscribe
যাই হোক, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে অ্যাডবি ফটোশপে নিজের সাইট বা কোম্পানীর একটি ভিন্নধর্মী লোগো তৈরী করতে হয়।
গত পর্ব গুলো যারা মিস করেছেন-
3. তৈরী করে ফেলুন একটি আপনার ওয়েবসাইট বা কোম্পানীর জন্য একটি সুন্দর লোগো
আজ আমরা দেখবো কিভাবে কোনো কোম্পানী বা প্রতিষ্ঠানের জন্য একটি চমৎকার Flyer ডিজাইন করতে হয়, তার ভিডিও টিউটোরিয়াল। আশাকরি আপনারা সম্পুর্ণ টিউটোরিয়াল টি দেখবেন এবং ট্রাই করবেন। আসলে ফটোশপের ভিডিও টিউটোরিয়াল দেখে শেখার চেয়ে সহজ কোন পদ্ধতি আমার কাছে জানা নেই। তাই ভিডিও টিউটোরিয়াল যে নতুন দের জন্য কত বেশি উপকারী তা আমি বুঝি। আর এ কারনেই আমার ধারাবাহিক এ আয়োজন। ইউটিউবে প্রতিনিয়ত আমার টিউটোরিয়াল আপলোড হবে আশা করি।
যাই হোক তাইলে এখন সরাসরি ইউটিউব লিঙ্কে গিয়ে টিউটোরিয়াল দেখে ৫ মিনিটে তৈরী করে ফেলুন আপনার কাঙ্ক্ষিত চমৎকার লোগো।
যা যা লাগবেঃ
১। ফটোশপ
২। মোবাইলের ছবি {গুগলে mobile.png লিখে search দিন}
৩। ইফেক্টস {{গুগলে photoshop effects.png লিখে search দিন}}
৩। আর কিছু না
(মনোযোগ দিয়ে টিউটোরিয়াল টা দেখতে হবে)
কথা না বারিয়ে চলুন শুরু করি আজকের লোগো ডিজাইন। আপনাদের সুবিধার জন্য আমি ভিডিও তৈরি করেছি নিচের লিঙ্ক থেকে ভিডিও টা দেখবেন যদি ভাল লাগে তাহলে জানাবেন আর যদি বুজতে না পারেন তাহলেও জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আপনার স্বার্থে।
<iframe src="https://www.youtube.com/embed/UFJBKUOx454" frameborder="0" allowfullscreen></iframe>
https://www.youtube.com/watch?v=UFJBKUOx454
এখানে ভিডিও টিউটোরিয়াল এ সবকিছু দেখান হয়েছে, আপনি সরাসরি ইউটিউব এ গিয়ে টিউটোরিয়াল টা দেখে টিউন এ টিউমেন্টস করে জানাবেন, আশাকরি করি সবাই খুব ভালো ভাবে শিখতে পারবেন, কোথাও কোনো সমস্যা হলে দিধা ছাড়াই ইউটিউবে বা টেকটিউনসে টিউমেন্ট করে জানাবেন। আরও ভাল কিছু নিয়ে আসব আগামী দিন ইন্শাল্লাহ।
আমার Facebook ID http://www.facebook.com/RezaMusicSquere
আমার ওয়েবসাইট Click here to visit my Website
ইউটিউব - Click here to go my Youtube Channel
আমি রেজাউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Working as a professional graphic designer. I am a freelancer about 7 years experience. Also a Google ad-sense publisher. I always want to know something and try to publish my knowledge everyone.