ফটোশপ শিখবেন- তাহলে এদিকে আসুন, এটাই হবে আপনার প্রফশন। দেখুনকিভাবে বিভিন্ন ইফেক্ট তৈরী করবেন।

আস-সালামুআলাইকুম, টিটি পরিবারের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আশা করি ভাল।মোটামোটি সবার টিউন আমার ভাল লাগে।  আমার আজকের টিউনটি আপনাদের কতটুকু ভাল লাগবে জানি না, তবে সব সময় আপনাদের জন্য ভাল কিছু শেয়ার করার চেষ্টা করব। লেখা পড়ার ব্যস্ততার মাঝে পুরো টিটি পরিবার কে মিস করছিলাম, তাই আজ আপনাদের মাঝে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে।  আশা করি আপনাদের ভাল লাগবে। আর টিউন টি নতুন দের জন্য। কোনো ধরনের ভূল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

টাইটেল দেখেই নিশ্চই বুঝতে পারছেন আমার আজকের টিউন টি কোন বিষয়ে। আমাদের দেশে অনেক প্রফেমনাল আছেন যাদের পেশাই গ্রাফিক্স ডিজাইন। এবং এটার চাহিদাও অনেক। কিন্তু অঅমাদের ইচ্চা থাকলেও অামরা এটা শিখতে পারছি না। এই জন্য আমার আজকের টিউন। এই টিউন টি নতুনদের উৎসাহ দেবে। কারণ এই রকম ইফেক্টের কাজ করতে অনেক ভাল লাগে।  তাই আজ আপনাদের কে দেখাব কিভাবে ফটোশপের মাধ্যমে প্রফেশনাল  টেক্ট ইফেক্ট তৈরী করবেন। আমি ধারবাহিক ভাবে এর উপর টিউন করব ইনশা আল্লাহ। তার পরও আজকে সামান্য কিছু দেখানুর চেষ্টা করব। আজকে আমি দেখাব কিভাবে ফায়ার(Fire) বা আগুনের ইফেক্ট তৈরী করতে হয়। তাছারা আইস ইফেক্ট (ICE Effect), ব্লাডি টেক্স্ট ইফেক্ট,(Blade Text Effects) আর কয়েকটি ফটোশপের কারসাজি দেখাব।

যেহেতু এই গুলো পুরো একটা প্রযেক্টের কাজ তাই টিউনে লিখে বুঝাতে কষ্ট হবে। অনেকে আবার বুঝবেন ও না। তাই ভিডিও টিউটিরিয়াল দিলাম কিভাবে আগুনের ইফেক্ট তৈরী করবেন। আশা করি ভিডিও টিউটিরিয়াল টি মনযেগ সহকারে দেখবেন।

আশা করি ভিডিও টি ভাল লাগবে। আর আপনাদের জন্য আর কয়েক টি ভিডিও টিউটিরিয়াল দিলাম। টেক্ট ইফেক্ট তৈরীর। আশা করি এই গুলোও কাজে লাগবে। ভিডিও গুলো বুঝতে বা টিউনে কোনো সমস্য হলে জানাবেন।

এই ভিডিও গুলো ভাল লাগলে এই রকম আরও ভিডিও এর জন্য চ্যানেল টি Subscribe  করে রাখতে পারেন।

Level 0

আমি টেকনিক জোন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস