নমস্কার, আজ যে টিউনটি নিয়ে এলাম তা আমাদের সবার কাছেই ভীষন কমন এবং প্রয়োজনীয়, কারন, এমেচার বা শখে যারা ছবি তোলেন তাদের বেশীর ভাগেরই এক্সপোজার সম্বন্ধে সঠিক ধারনা থাকে না, ফলে সেই ধরনের ছবি এলে ফটোশপে আমাদেরই ফটোগুলিকে ঠিক করতে হয় I সেই উদ্দেশ্যেই আজ আমার এই টিউন I যাইহোক, তবে শুরু করছি;
১. প্রথমেই, ফটোশপ ওপেন করে আপনার undar exposed ফটোটি ওপেন করুন এবং ctrl + j চেপে এর একটি duplicate copy তৈরী করুন (নীচের ছবিটি দেখুন) I
২.এবারে, duplicate copy-টি সিলেক্ট করে এই layer-টির ব্লেন্ডিং মোড SCREEN করে দিন ও আবার ctrl + j চেপে এটিরও একট duplicate copy তৈরী করে অপেসিটিyকমিয়ে ৭৫ করে দিন (নীচের ছবিটি দেখুন) I
৩. এখন আসুন, over exposed ফটোকে কী ভাবে ঠিক করা যায় দেখি, ফটোশপে over exposed ফটোটি ওপেন করে ctrl + j চেপে এর একটি duplicate copy
তৈরী করুন (নীচের ছবিটি দেখুন) I
৪.এবারে, ইমেজ > অ্যাডজাস্টমেন্ট > শ্যাডোজ/ হাইলাইটস এ ক্লীক করে যে প্যানেলটি আসবে তার হাইলাইটস-এর সেটিংস আমার দেখানো ছবির মতন করে নাড়িয়ে- চাড়িয়ে অ্যাডজাস্ট করুন (নীচের ছবিটি দেখুন) I
৫.এখন, সবশেষে layer প্যানেলের নীচের দিকের বাম দিক থেকে ৩নং বাটনটি অর্থাৎ, create new fill or adjustment layer বাটনে ক্লীক করে লেভেলসে ক্লীক করে ৩টি স্লাইডার নাড়িয়ে-চাড়িয়ে অ্যাডজাস্ট করুন এবং লেয়ারটির ব্লেন্ডিং মোডটি colour করে দিন (নীচের ছবিটি দেখুন) I
আমার করা একটি এনিমেশন
আমি ধীমান কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
দাদা, animation এর টিউটোরিয়াল কবে করবেন।