আসসালামু আলাইকুম। কেমআসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।
আপনাদের কাজের সুবিধার্থে "ফটোশপ যাদুর"- এই পর্যন্ত প্রকাশিত ২৫ টি টিউটোরিয়ালের নাম এবং লিঙ্ক ১টি সিডিতে ধারাবাহিকভাবে সাজানো হয়েছে। আশা করি আপনাদের সবার কাজে লাগবে ! ডাউনলোড লিংক এর কাজ চলছে কাজ হলে আপনাদের মাঝে শেয়ার করব!
Youtube এ আপলোড করা আছে দেখতে পারেন!
১। ছবিকে স্কেচ আকারে করার জন্য দারুন এক পদ্ধতি, জেনে রাখুন কাজে দিবে।
২। কাঁচা মরিচ কে কিভাবে পাকা মরিচে রূপান্তর করতে হয়!
৩। বৃষ্টির ইফেক্ট তৈরি করুন ফটোশপে!
৪। ছবির মধ্যেই দিন Lighting Effect, ফটোশপ এর মাধ্যমে।
৫। প্রিয়জনের নামের মধ্যে পছন্দের ছবি !
৬। সাদা- কালো ছবিকে রঙ্গিন করা!
৭। ফটোশপে এর মাধ্যমে কিভাবে লেখার এনিমেশন তৈরি করুন !
৮। যে কোন পোষাকের রং চেঞ্জ করুন খুব সহজে!
৯। আপনার ছবিতে ওয়াটার রিফ্লেকশন ইফেক্ট দিন খুব সহজে,
১০। ছবির চারপাশে বর্ডার দেওয়ার নিয়ম (দুই পদ্ধতিতে দেখানো হয়েছে)
১১। ছবিতে দিন DSLR ছবির ইফেক্ট ফটোশপ যাদুর ছোঁয়া!
১২। আপনার নিজের তৈরি করা ব্রাকগ্রাউন্ডে দিয়ে দিন আপনার ছবি!
১৩। ফটোশপে ছবির পিছনের নির্দিষ্ট অংশ চেঞ্জ করুন কয়েকটি ধাপ অনুসরন করে !
১৪। এত দিন ফটোশপে ছবির এনিমেশন করেছেন এখন করুন লেখার এনিমেশন (একদম সোজা)
১৫। মজার এবং যাদুর মত একটি এনিমেশন দেখুন ভাল লাগবে!
১৬। বিয়ের অনুষ্ঠানের লাইটিং এর মত এবার আপনার ছবি নিভবে আর জ্বলবে!
১৭। যাদুর মত ব্রাকগ্রাউন্ড কালার হয়ে যাবে লেখা!
১৮। লেখার মধ্যে ডাবল Stroke কালার দেওয়ার নিয়ম!
১৯। Sun Effect তৈরি করুন (ফটোশপে) যাদুর ছোঁয়া!
২০। রক্তের মত লেখা তৈরি করুন।
২১। পিক্সেল ইফেক্ট তৈরি করুন ছবির।
২২। পানির ফোঁটা তৈরি করুন ফটোশপেঃ
২৩। আকাশে বিদ্যুৎ চমকানি Effect তৈরি করুন (খুব সহজে)
২৪। Background চেঞ্জ করুন নিখুঁত ভাবে!
২৫। ছবিকে সুন্দর করার যাদুকরী টিপস!
ইনশাআল্লাহ ফটোশপ যাদুর উপর আরো অনেক গুলো টিউটোরিয়াল পাবেন সে পর্যন্ত অপেক্ষা করুন!
ফটোশপের যাদূর আরো বাংলা টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন
আর ভিডিও গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমার ভিডিও চ্যানেলটি এবং ফেইসবুক পেজটি Like এবং Subscribed করতে ভুলবেন না।
1. ফেইসবুক পেজটি Like দিন।
২। Youtube চ্যানেলটি Subscribed করুন!
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
অনেক গুরুত্বপূর্ণ একটা পোস্ট