ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল [পর্ব-১১] :: যে কোনো ফটোর অন্ধকার যায়গাকে আলোকিত করা

ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল

নমস্কার, আজ আমি আপনাদের যে টিউটোরিয়াল ২ টি দেখাবো তা আমাদের প্রত্যেকেরই ফটো এডিটিং-এর কাজে সর্বদাই প্রয়োজন পড়ে থাকে, বিশেষ করে আশাকরি নতুনদের এইটি খুবই কাজে লাগবে, যারা জানেন তারাতো জানেনই, যারা জানেননা তারা একটু মন দিয়ে দেখবেন I জানিনা এর আগে আর কেউ এই পদ্ধতিতে এখানে টিউটোরিয়াল দিয়েছে কিনা, দিয়ে থাকলে আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা করবেন I এখানে যে ছবিটি আমি নিয়েছি তা গুগুল থেকে নামানো I যাক তবে শুরু করছি I

- প্রথম পদ্ধতি -

১. প্রথমেই, ফটোশপ ওপেন করে আপনার প্রয়োজনীয় ইমেজটি নিন এবং এর একটি ডুপ্লিকেট কপি তৈরী করুন I
 (নীচের ছবিটি দেখুন)

২.     এবারে, একটি নতুন লেয়ার নিয়ে ইমেজটির যে যায়গাটিকে আলোকিত করতে চান সেইটুকু যায়গা সিলেক্ট করে  Shift + f6 চেপে 55 ফেদার দিয়ে ওকে করুন (নীচের ছবি ২টি দেখুন) I

৩.এখন, ফোরগ্রাউন্ড কালার সাদা রেখে ALT + BACKSPACE চাপুন এবং লেয়ারের ব্লেন্ডিং মোড overlay করে দিন I যদি আরও একটু আলোর প্রয়োজন বলে মনে করেন তবে ctrl + J চেপে লেয়ারটির একটি কপি করে নিন I (নীচের ছবি ২টি দেখুন) I

৪.এই আলোকিত করার আরেকটি সহজ পদ্ধতিও আছে, এবারে সেইটি নিয়েও আসুন আলোচনা করা যাক I ইমেজটির যে যায়গাটা আলোকিত করতে চান একটি নতুন লেয়ার নিয়ে সে যায়গাটিতে সফ্ট রাউন্ড ব্রাশ নিয়ে ফোরগ্রাউন্ড-এ সাদা রঙ নিয়ে যায়গাটির মাপ অনুযায়ী ক্লীক করুন (নীচের ছবি ২টি দেখুন) I

৫.এবারে, লেয়ারের ব্লেন্ডিং মোডটি overlay করে দিন, পূর্বের মতন যদি মনে হয় আরেকটু আলোর প্রয়োজন তাহলে ctrl + j চেপে লেয়ারটির একটি duplicate copy তৈরী করুন I
  (নীচের ছবিগুলি দেখুন) I

বি: দ্র: যদি টিউনটি ভালো লেগে থাকে তবে টিউমেন্ট করে

বি: দ্র: যদি টিউনটি ভালো লেগে থাকে তবে টিউমেন্ট করে

Level New

আমি ধীমান কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ…