ফটোশপ এর যাদু [পর্ব-৭৩] :: ফটোশপে rain drop effect এবং আকাশে বিদ্যুৎ চমকানি Effect তৈরি করুন (খুব সহজে) ভিডিও টিউটোরিয়াল সাথে রয়েছে আরো ৫টি কাজের ভিডিও টিউটোরিয়াল বাংলাতে

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমআসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

ফটোশপে rain drop effect এবং আকাশে বিদ্যুৎ চমকানি Effect তৈরি করুন (খুব সহজে) ভিডিও টিউটোরিয়াল

আজ আমরা ফটোশপ যাদুর টিউটোরিয়ালে দেখব কিভাবে কিভাবে rain drop effect এবং আকাশে বিদ্যুৎ চমকানি Effect তৈরি করা যায় তার নিয়ম, ভিডিও টিউটোরিয়ালে সব বলা আছে, তাহলে আর দেরি করে শিখে নিন, টিউটোরিয়াল।
১। rain drop effect ‰Zix Kiv| পানির ফোঁটা তৈরি করুন ফটোশপেঃ

২। আকাশে বিদ্যুৎ চমকানি Effect তৈরি করুন (খুব সহজে)


আরো রয়েছে ৫টি কাজের ফটোশপ যাদুর ভিডিও টিউটোরিয়াল!
৩। রক্তের মত লেখা তৈরি করুন।

৪। Sun Effect তৈরি করুন (ফটোশপে) যাদুর ছোঁয়া!

৫। পিক্সেল ইফেক্ট তৈরি করুন ছবির।

৬। লেখার মধ্যে ডাবল Stroke কালার দেওয়ার নিয়ম!

৭। যাদুর মত ব্রাকগ্রাউন্ড কালার হয়ে যাবে লেখা!

ফটোশপের যাদূর আরো বাংলা টিউটোরিয়াল দেখতে ভিজিট করুন
আর ভিডিও গুলো যদি আপনাদের ভাল লেগে থাকে তাহলে আমার ভিডিও চ্যানেলটি এবং ফেইসবুক পেজটি Like এবং Subscribed করতে ভুলবেন না।

1. ফেইসবুক পেজটি Like দিন।

২। Youtube চ্যানেলটি Subscribed করুন!

টিউন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে যে কথা গুলো না বললে নয়ঃ

আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই লাগলো, ধন্যবাদ I

ধারুন টিউন

এটার রঙ লাল দিলেন কেন বস?