নমস্কার, আজ আপনাদের জন্য নিয়ে এলাম খুব সুন্দর একটি সহজে frame তৈরী করার উপায়, কারন, ফটোশপে সবচেয়ে বেশী বোধহয় ফ্রেম-এরই প্রয়োজন পরে I
১. আসুন কথা না বাড়িয়ে শুরু করি, প্রথমেই, ফটোশপ খুলে একটি ট্রান্সপারেন্ট নিউ লেয়ার তৈরী করে rectangular marquee টুল সিলেক্ট করে একটি নীচের ছবিতে দেখানো মতন চারকোনা box টানুন এবং সাদা রঙ দিয়ে বক্সটি ভরে দিন I তারপর box টির ভিতরে আরেকটি box টেনে কালো রঙ দিয়ে ভরে দিন(নীচের ছবি দেখলেই বুঝতে পারবেন) I
২. এবারে, ctrl + t চেপে frame টিকে একটু ঘুরিয়ে দিয়ে frame- টির একটি ডুপ্লিকেট copy তৈরী করে ছবির মতন করে layer দুইটিকে মার্জ করে দিন I (নীচের ছবি দেখুন)
৩. এখন, google-থেকে কয়েকটি আপনার পছন্দ মতন ছবি নামিয়ে নিয়ে আমি যে ভাবে সাজিয়েছি সেই ভাবে বা আপনার পছন্দ অনুযায়ী সাজিয়ে সে'গুলিকে মার্জ করে দিন, ছবিতে দেখুন শুধু দুইটি layer থাকবে I(ছবি গুলি আমিও google- থেকেই নিয়েছি I
৪. সবশেষে, আপনার পছন্দ অনুযায়ী কোনো একটি ছবি নিয়ে frame-এর মাঝে বসিয়ে দিন এবং ইচ্ছে হলে animation করে ফেলুন(টিউটোরিয়ালটি খুব বড় হয়ে যাবে বলে animation-এর টিউটোরিয়ালটি আমি পরে দেখিয়ে দেব, কারন uploadable ফাইল সইজ এখানে মাত্র ৫mb, আরেকটু বেশী সাইজের সুযোগ দিলে খুবই ভালো হত, তাই না, তবে animation গুলিও আরো বড় বড় দেওয়া যেতো, কিন্তু কী আর করা) I ইচ্ছে হলে কোন একটি সুন্দর ব্যাকগ্রাউন্ডও দিয়ে দিতে পারেন I(নীচের ছবি এবং animation-টিও দেখুন) I এইটিকে ইচ্ছে করলে আপনি ডিভিডি কভার হিসাবেও কাজে লাগাতে পারবেন I ডিভিডি কভার এবং আরো অন্য ধরনের frame ও ব্যাকগ্রাউন্ড বানানোর কৌশল নিয়ে আমি খুব শিগগিরই আসবো, শুধুমাত্র টিউমেন্ট করে ভালো লাগলো কিনা জানিয়ে সাথে থাকুন, দেখার জন্য অজস্র ধন্যবাদ I
একটু অপেক্ষা করবেন, animation টি একটু ভারী বলে লোড হোতে একটু দেরী হয়,না হলে ফুল speed-এ দেখতে পাবেন না !!
আমি ################। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাল হয়েছে @ সাথে ভিডিও টিউটোরিয়াল দিলে আরো ভাল হত! @ ধন্যবাদ