আসালামু আলাইকুম।
টেকটিউনস কমিউনিটি
সবাই কেমন আছেন?
আশাকরি সবাই ভালো
আছেন। আমিও আল্লাহর
রহমতে ভালো আছি। আজ আমি আবার আপনাদের মাঝে একটি নতুন টিউন নিয়ে হাজির হলাম এই রকম টিউন যদি কেউ আগে করে থাকেন তাহলে কেউ কিছু মনে করবেন না। কারন এই রকম টিউন আমার চোখে পড়েনি youtube এ যদিও এই রকম টিউটোরিয়াল অনেক পাওয়া যায় তবুও যারা এখনো জানেন না তাদের এই টিউটোরিয়াল টি কাজে লাগবে। আগেই বলে রাখি আমি কিন্তু দক্ষ টিউনার না তেমন কিছু জানিও না তবে জাই যানি তা আপনাদের সাথে share করতে চাই। এই টিউন এ কোন ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। আজকের টিউটোরিয়াল টি হচ্ছে photoshop এ কি ভাবে avro দিয়ে বাংলা লিখতে হয় এর আগে আমি দেখিয়ে ছিলাম যে কি ভাবে ভিডিও ইডিটরে avro দিয়ে বাংলা লিখতে হয়। বক বক করে লাভ নাই চলুন দেখি কি ভাবে avro দিয়ে photoshop এ বাংলা লিখতে হয়। নিচে ভিডিও টি দেখুন। http://www.youtube.com/watch?v=hObATxFN-gA
বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্ট করুন অথবা ফেসবুকে আমি
আর হে আমার youtube চেনাল এ লাইক টিউমেন্ট আর subscribe করতে ভুলবেন না।
নিচে দেখার দরকার নাই
আসালামু আলাইকুম।
টেকটিউনস কমিউনিটি
সবাই কেমন আছেন?
আশাকরি সবাই ভালো
আছেন। আমিও আল্লাহর
রহমতে ভালো আছি। আজ আমি আবার আপনাদের মাঝে একটি নতুন টিউন নিয়ে হাজির হলাম এই রকম টিউন যদি কেউ আগে করে থাকেন তাহলে কেউ কিছু মনে করবেন না। কারন এই রকম টিউন আমার চোখে পড়েনি youtube এ যদিও এই রকম টিউটোরিয়াল অনেক পাওয়া যায় তবুও যারা এখনো জানেন না তাদের এই টিউটোরিয়াল টি কাজে লাগবে। আগেই বলে রাখি আমি কিন্তু দক্ষ টিউনার না তেমন কিছু জানিও না তবে জাই যানি তা আপনাদের সাথে share করতে চাই। এই টিউন এ কোন ভুল হলে আমাকে ক্ষমা করে দিবেন। আজকের টিউটোরিয়াল টি হচ্ছে photoshop এ কি ভাবে avro দিয়ে বাংলা লিখতে হয় এর আগে আমি দেখিয়ে ছিলাম যে কি ভাবে ভিডিও ইডিটরে avro দিয়ে বাংলা লিখতে হয়। বক বক করে লাভ নাই চলুন দেখি কি ভাবে avro দিয়ে photoshop এ বাংলা লিখতে হয়। নিচে ভিডিও টি দেখুন। http://www.youtube.com/watch?v=hObATxFN-gA
বুঝতে কোন সমস্যা হলে টিউমেন্ট করুন অথবা ফেসবুকে আমি
আর হে আমার youtube চেনাল এ লাইক টিউমেন্ট আর subscribe করতে ভুলবেন না।
আমি সাজ্জাদ হোসেন লিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 19 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।