নমস্কার, আজ আপনাদের কাছে নিয়ে এলাম সুন্দর একটি ফটোশপের Animation. আমার ভিডিও এডিটিং- এর জন্য জন্মদিন, মুখেভাত বা বিয়ে ইত্যাদির কাজে ছোটছোট অনেক animation -এর প্রয়োজন পড়ে যার জন্য ফটোশপ- এর animation গুলি খুবই ভালো কারন এগুলির সাইজ খুবই ছোট হয়, তবে উন্নত ধরনের animation যদি চান তাহলে আফটার ইফেক্ট, ব্লেন্ডার, ইত্যাদি, ইত্যাদি শিখতে পারেন, তবে ওইগুলি শিখতে সঠিক ট্রেনিং -এর প্রয়োজন I
আশাকরি আপনাদেরও এই ধরনের ছোটো-ছোট animation-এর দরকার পড়ে?!! আমি চেষ্টা করবো আপনাদের frame animation- এর কায়দাটি বুঝিয়ে দেবার, শুধু ভালো করে একটু Practice- করলেই আশাকরি অনেক ভালো ভালো animation - তৈরী করতে পারবেন, ভালো লাগলে শুধু টিউমেন্টের মাধ্যমে আপনাদের মতামতটি জানাবেন, টিউমেন্ট না হলে ঠিক আগ্রহ পাই না, কারণ বুঝতেই পারিনা যে এত কষ্ট করে করা কাজটি কাউর পছন্দ হলো কিনা ?!! এবার তবে শুরু করছি
১. প্রথমেই, ফটোশপ খুলে একটি ৫০০ x ৯০০- pixel-এর ৩০০- resulation-এর কালো ব্যাকগ্রাউন্ড-এর নিউ লেয়ার নিন এবং আমি যে ভাবে সাজিয়েছি ঠিক সেই ভাবে একটি ফুল নিয়ে copy-paste- করে করে একটি দোলনার দড়ির যায়গা দু'টি বানান এবং সব ফুল গুলিকে সিলেক্ট করে মার্জ করে দিন ও দোলনাটির বসার যায়গাটি ব্রাশ দিয়ে রঙ করে কাঠের মতন দেখতে করে নিন (আমি যদিও ফুল এবং teddy bear- এর ছবি গুগুল থেকে নিয়েছি, আপনারাও তাই করতে পারেন বা যদি নিজেরা আ্ঁকতে পারেন তবে তো ফাটা-ফাটি হবে I ইচ্ছে হলে যার জন্মদিনের ভিডিও করছেন তার ছবিও বসিয়ে ভিডিওর মধ্যে কোনো গানের ভিতরে সঠিক যায়গা অনুযায়ীও বসিয়ে দিতে পারেন) I (নীচের ছবি দেখুন) I
২.এবারে, লেয়ারের নাম 1- করে দিন ও ctrl + j- চেপে ২৩টি নতুন লেয়ার তৈরী করুন I সুতরাং, কালোটি নিয়ে টোটাল ২৫টি layer থাকবে I এখন, window menu- থেকে timeline- এনে create frame এ ক্লীক করুন I timeline-এর নিচে ডান দিক থেকে ২নং বাটনটি ক্লীক করে একটি নতুন box তৈরী করে লেয়ার প্যানেলের 1 নং লেয়ারের চোখটি বন্ধ করে 1copy লেয়ারের চোখটি খুলে দিন এবং ছবিটিকে একটু সামনে করে দিন(1copy-layerটি সিলেক্ট করে নেবেন) I
আবার একটি নতুন box তৈরী করে একইভাবে timeline-এ 2 copy layerটি সিলেক্ট করে ঐটির চোখটি খুলে দিয়ে 1নং এবং 1 copy layer- দু'টির চোখ বন্ধ করে দিন ও ছবিটিকে আরেকটু সামনে টেনে দিন I এবং এই ভাবে বাকীগুলিও করে নিন I কালো layer-এর চোখ কিন্তু সব box-এই খোলা থাকবে I সবশেষে ২৪ টি box কে শিফট চেপে সিলেক্ট করে speed- এর স্থানে 0.2sec. করে forever করে দিন ও সব ঠিক থাকলে ফাইল menuতে গিয়ে save for web করে দিন I(নীচের ছবিটি-টি দেখুন) I
ব্যস animation রেডি, enjoy !!! নিচে animation-টি দেখুন এবং আরেকটি animation-ও স্যাম্পল হিসাবে দিলাম, পরে কোনো একদিন এইটাও শিখিয়ে দেব কী করে করতে হয় I ভালো থাকুন জানিয়ে আজ তবে এখানেই শেষ করছি, (ফটা-ফট্ টিউমেন্ট করে জানান কেমন লাগলো), নমস্কার I
আমি ধীমান কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খারাপ না ভালোই লাগল @ আরো চাই @ ধন্যবাদ