নমস্কার, আজ আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি ANIMATION- টিউটোরিয়াল নিয়ে, আশাকরি এটিও আপনাদের প্রশংসা পাবে, আমার লেখাগুলি বিস্তারিত ভাবে লিখি বলে একটু বড় হয়ে যায়, একটু নাহয় সময় দিয়েই পড়লেন, আখেরে দেখবেন কাজটি শিখতে সুবিধাই হবে, একজন ভাই আমায় টিউমেন্ট করেছেন যে ভিডিও টিউটোরিয়াল দিলে ভালো হয়, কথাটি ভেবে দেখলাম তিনি ঠিকই বলেছেন, তাকে ধন্যবাদ জানাই এবং ভাবছি কিছুদিন পর থেকে ভিডিও টিউটোরিয়ালও আপনাদের দেব, আগেই বলেছি লেখাগুলি আপনাদের কাজে লাগলেই আমি খুশী, যাইহোক, এখন তবে শুরু করি,
১. প্রথমেই ফটোশপ খুলে ৫০০ x ৫০০ সাইজের ৩০০ রেজুলেশন-এর একটি Transparent background- এর নিউ ফাইল তৈরী করুন এবং টুল bar থেকে custom shape tool- সিলেক্ট করুন অথবা key board-এর U- key- টি চাপুন এবং ফোরগ্রাউন্ড কালার লাল রেখে মেনু বারের থেকে হার্ট shape-টি সিলেক্ট করে Shift- চেপে আমার দেখানো মতন একটি হার্টের ছবি আকুন (নীচের ছবিটি দেখুন)
২. এবারে, শেপ ১ লেয়ারটিতে রাইট ক্লীক করে রাস্টারাইজ লেয়ার করে নিয়ে Layer-টিতে ডাবল ক্লীক করে layer প্যানেল এলে তাতে "Bevel & emboss"-টি সিলেক্ট করে ছবিতে দেখানো মতন সেটিংস রেখে OK- করুন,(নীচের ছবিটি দেখুন)
৩. এবারে, একটি নতুন লেয়ার নিয়ে ব্রাশ দিয়ে হার্টের ভিতরের সাদা দাগগুলি লাল রঙ দিয়ে মিশিয়ে দিন, এরপর, যে কোন একটি ইমেজ নিয়ে হার্টের মধ্যে মাপ মতন বসান এবং ওপেসিটি 60- এর মতন করে দিন, এইভাবে অন্য একটি ইমেজকেও করুন(নীচের ছবিটি দেখুন)
৪. এখন, window মেনুতে গিয়ে timeline-এ ক্লীক করে create timeline menu- লেখাটাতে ক্লীক করুন এবং লেয়ার box-টির নীচের once লেখা জায়গায় forever- কথাটি আনুন ও টাইম-এর 0 sec.- এর স্থানে 0.3 করে দিন এবং একদম উপরের লেয়ারটির চোখটি বন্ধ করে দিন I এরপর, timeline-এর নীচের দিকের ডান দিকের থেকে ২no. বাটনটি 3- বার ক্লিক করুন, ফলে timeline-এ আরো 3-টি duplicate box-তৈরী হবে. দুই নাম্বার বাক্সটি সিলেক্ট করে layer-এর ওপেসিটি- 40-করুন, এরপর ৩নং-এ ২০ ও ৪নং-এ ১০ করে দিন(নীচের ছবি দেখুন)
৫. এরপর, timeline-এর নীচের দিকের ডান দিকের থেকে ২no. বাটনটি 4- বার ক্লিক করুন, ফলে timeline-এ আরো 4-টি duplicate box-তৈরী হবে I ঠিক একই ভাবে ৫,৬,৭ ও ৮-এ একদম উপেরর layer-এর চোখ খুলে দিয়ে ঠিক তার নীচের লেয়ার-এর চোখটি বন্ধ করে দিয়ে ৫no.-এ ওপেসিটি=১০,৬-এ=২০,৭-এ=৪০ এবং ৮-এ=৬০ করে দিন ও ৮নং-এর টাইম 0.1-sec. সেট করে play করে দেখুন, যদি সব ঠিক থাকে তবে ফাইল মেনুতে ক্লীক করে save for web-এ ক্লীক করে save করে দিন, হয়ে গেলো থ্রী-ডি হার্ট এ্যনিমেশন(নীচের ছবিগুলি দেখুন)
পরিশেষে জানাই, আপনাদের দেখার জন্য আমারই তারই করা আরেকটি স্যাম্পল ভিডিও দিলাম ভালো লাগলে জানাবেন
সময় নিয়ে লেখাটি দেখার জন্য ধন্যবাদ, আজ তবে এখানেই শেষ করছি, আশাকরি শিগগিরী আবার লেখা-লিখি হবে, নমস্কার
আমি ধীমান কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অনেক ভালো ভাই।
চালিয়ে যাব।