ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল [পর্ব-০৪] :: ফটোশপে লাইটিং-এর অ্যানিমেশন তৈরী

ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল

নমস্কার, এইটি আমার ৪র্থ পর্ব, আসুন আজ ফটোশপে কী ভাবে লাইটিং এফেক্ট তৈরী করা যায় তা শিখি, কারন এখনতো চারিদিকে শুধু বিয়ে ও বিভিন্ন ধরনের পার্ব্বণ, তাই লাইটিং এনিমেশন শিখলে ভালই লাগবে, কী বলেন ?
১. যাকগিয়ে, আসুন এখন শুরু করি, প্রথমেই ফটোশপ ওপেন করে আমার মতন একটা ইমেজ নিন অথবা, যে কোন একটি ইমেজের ছবি একে নিন এবং CTRL+J চেপে এর একটা duplicate copy- তৈরী করুন, নীচের ছবি দেখুন,

২. এবারে একটি নতুন লেয়ার তৈরী করে লেয়ারের নামের উপরে ডাবল ক্লীক করে লেয়ারটির নাম " red"- দিয়ে দিন, এবং ব্রাশ টুল সিলেক্ট করে ব্রাশের হার্ডনেস ৫০ করে দিন,
এবারে, ফোরগ্রাউন্ড কালার লাল(red) রেখে ব্রাশ দিয়ে লাল রঙের Bulb গুলিতে গোল-গোল করে (ব্রাশ সাইজ ১২ থেকে ১৪ বা আপনার ইচ্ছে মতন রেখে)- দাগ দিয়ে দিন,

আবার, একই পদ্ধতিতে অন্য একটি নতুন লেয়ার নিয়ে green নাম দিয়ে সবুজ bulb-গুলিতে ও yellow- নাম দিয়ে অন্য একটি লেয়ারে হলুদ রঙ করে দিন, এরপর, red লেখা লেয়ারটি সিলেক্ট করে লেয়ারের নামের পাশের খালি জায়গায় ডাবল ক্লীক করুন ও layer style-এর যে প্যানেলটি আসবে তাতে outer glow সিলেক্ট করে technique-এর জায়গায় precise-করে স্প্রেড-এ 7 এবং সাইজের স্থানে ১৪ করুন ও কালার box-এ লাল রঙ করে OK- করুন,

তারপর red লেখা লেয়ারে রাইট ক্লিল করে copy layer style-এ ক্লীক করে উপরের green লেখা layer-এ রাইট ক্লীক করে paste layer style- করে দিন এবং green লেখা layer-টিতে ডাবল ক্লীক করে layer style প্যানেলে outer glow সিলেক্ট রেখে কালার box টিতে সবুজ রঙ করে (অন্য সব সেটিংস একই রেখে) OK- করুন I ঠিক একই ভাবে yellow লেখা layer-টিতেও তাই করুন, শুধু এই ক্ষেত্রে কালার box-টিতে হলুদ রঙ ভরে দেবেন (নীচের ছবি দেখুন),

৩.এখন, window মেনুতে গিয়ে timeline-এ ক্লীক করে timeline এনে তাতে create frame লেখাটাতে ক্লীক করুন ও উপরের layer দুইটির পাশের চোখ দুটো বন্ধ করে দিন(নীচের ছবি দেখুন),

৪.এবারে, timeline-এর নীচে ডানদিক থেকে ২নং বাটনটি (duplicates selected frames)-এ ক্লীক করে green- লেখা layer-টির পাশের চোখটি খুলে দিয়ে red- লেখা layer-টির চোখটা বন্ধ করে দিন (নীচের ছবি দেখুন),

৫.একইভাবে, অপর একটি layer- নিয়ে একই কাজ করুন, শুধু এ'ক্ষেত্রে yellow লেখা layer-এর চোখ খুলে দিয়ে red ও green- লেখা layer-এর চোখ বন্ধ করে দিন (নীচের ছবি দেখুন),

৬.সবশেষে, timeline-এর layer-৩-টিকে ctrl চেপে সিলেক্ট করে 0 sec-এর স্থানে 0.2 sec.- করে দিন এবং layer box- গুলির নীচের ছোট্ট arrow চিন্হে ক্লীক করে once- এর স্থানে forever- করে দিন এবং space bar-এ ক্লীক করে play- দেখুন ও দেখা হলে আবার space bar-এ  ক্লীক করে stop- করুন I সব কিছু ঠিক থাকলে ফাইল মেনুতে গিয়ে save for web-এ ক্লীক করে ছবিতে দেখানো সেটিংস রেখে Save-এ ক্লীক করুন ও আপনার পছন্দ- মতন স্থানে যে কোন একটি নাম দিয়ে save করুন এবং enjoy- করুন লাইটিং এনিমেশন,

নীচে আমারই তৈরী করা একটি স্যাম্পল GIF এনিমেশন দিলাম- কেমন হয়েছে  জানালে অত্যন্ত খুশী হব,


পরিশেষে, জানাই tutorial-টি  একটু বেশী লম্বা হয়ে গেলো, কারন, আমি আপনাদের বুঝতে যাতে অসুবিধা না হয় তার জন্য details-এ লিখলাম, তবে অ্যানিমেশন-টি করে দেখবেন একদমই সোজা কাজ I যদি ভালো লাগে টিউমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকুন জানিয়ে আজ তবে শেষ করছি, নমস্কার,

Level New

আমি ধীমান কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ভালো হয়েছে GIF এনিমেশনটি তবে লিখিতো টিউটোরিয়াল এর পাশাপাশি ভিডিও টিউটোরিয়াল করে ইউটিউবে আপলোড করে দিলে ভালো হতো ভিডিও টিউটোরিয়াল তৈরির জন্য FSC apture ব্যবহার করতে পারেন, গুগলে সার্চ করলেই পাবেন। আপনার টিউটোরিয়াল গুলো চেইন টিউনে অন্তভুক্তি করার আহব্বান জানাচ্ছি।

    ধন্যবাদ, ভিডিও টিউটোরিয়াল করার ইচ্ছে আছে, আশা করি খুব তাড়াতাড়ি পাবেন Iসাথে থাকুন I

ভাল হয়েছে কাজ টি আর শেষের এনিমেশনটি কিভাবে করা গেল ফটোশপ দিয়ে নাকি অন্য কোন সফট দিয়ে জানাবেন কিন্তু? ধন্যবাদ

    ধন্যবাদ , পরে এই বিষয়ে টিউটোরিয়াল করার ইচ্ছে আছে, সাথে থাকবেন I

অনেক সুন্দর টিউন করেছেন, আসায় থাকলাম পরবর্তী টিউন এর জন্য ।

সুন্দর হয়েছে।

চালিয়ে যান ভাইয়া

    অসংখ্য ধন্যবাদ ভাই, সাথে থাকুন, নিশ্চই চালিয়ে যাব I

Darun hoicche vai.

Onak sundor hoysa

অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন,