ফটোশপ এর যাদু [পর্ব-৭০] ::ছবিকে স্কেচ করুন দারুন এক পদ্ধতি ব্যবহার করে (জানতেন না আগে তাই জেনে নিন)

ফটোশপ এর যাদু

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি।

আজকের মজার বিষয় হল ফটোশপের যাদুর ১ম টিউটোরিয়াল বানালাম, আসলে কখনো ভিডিও টিউটোরিয়াল বানায়নি আজ প্রথম ভিডিও টিউটোরিয়াল টি বানালাম, জানিনা কেমন হল, সবাই দেখবেন কিন্তু আর আমার ভিডিও চ্যানেলটি Subscribed করুন, তাহলে সহজে পেয়ে যাবেন আমার ফটোশপ যাদুর ভিডিও টিউটোরিয়াল গুলো!
তো আসুন আজকে আমরা শিখব কিভাবে ছবিকে স্কেচ আকারে করতে হয় তার নিয়ম!

প্রথমে ফটোশপে নিচের মত একটি ছবি নিন।

এবার কি-বোর্ড থেকে CTRL+J প্রেস করে ছবির একটি নতুন লেয়ার নিন।

এখন আমরা ছবিকে সাদা কালো করব সেজন্য কি-বোর্ড থেকে CTRL+SHIFT+U প্রেস করুন তাহলে ছবি সাদা-কালো হয়ে যাবে নিচের মত করে।

এবার সাদাকালো ছবির আরেকটি নতুন লেয়ার নিয়ে নিচের মত কাজ করুন।

অথবা কি-বোর্ড থেকে CTRL+I প্রেস করুন, তাহলে ছবিটি নিচের মত হয়ে যাবে।

ভূতের মত দেখাচ্ছে, তাই না ভয় পাইবার দরকার নাই 😛

এবার লেয়ার প্যালেট থেকে লেয়ার মোড Normal থেকে Color Dodge সিলেক্ট করুন।

তাহলে ছবিটি দেখতে নিচের মত হবে।

এবার লেয়ারটি সিলেক্ট থাকায় অবস্থায় মেনুবার থেকে Filter>Blur>Gaussian Blur এ ক্লিক করুন।

তারপর নিচের মত মান দিয়ে Ok করুন।

এবার কালার হালকা এবং গাঢ়ো করার জন্য নিচের পদ্ধতি ব্যবহার করুন।

ব্যাস তৈরি হয়ে গেল ছবির স্কেচ ইফেক্ট!

আর উপরে যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে ভিডিও টি দেখুন, আরো ক্লিয়ার হয়ে যান!

ফটোশপ যাদুর টিউটোরিয়াল এর লাইক পেজঃ একটি লাইক দিয়ে একটিভ থাকুন!

ফটোশপ যাদুর টিউটোরিয়াল এর Youtube চ্যানেল Subscribed করে সাথেই থাকুন!

টিউন থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে যে কথা গুলো না বললে নয়ঃ

আমার কষ্টের টিউন যদি আপনাদের মনে একটু ভাল লেগে থাকে, আর বুঝতে কোন প্রকার অসুবিধা হলে, নিচে টিউমেন্টের মাধ্যেমে আপনার মতামত জানাতে ভুলবেন না। কারন আপনার টিউমেন্ট এর দ্বারা আমি বুঝতে পারব, আমার টিউনটি করা সার্থক হয়েছে কিনা। আর আপনি অনেক কিছু শিখে যাবেন একটি মতামত জানাতে পারবেন না এটা কেমন কথা, টিউমেন্টে টিউনারদের উৎসাহিত করবেন।
ইনশাআল্লাহ দেখা হবে আগামী টিউনে। সে পর্যন্ত ভাল থাকুন, আল্লাহ হাফেজ।

ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apner facebook id link dewa jabe bro ??

ভাই আপনি কি এন্ড্রয়েড নিয়ে কি পোষ্ট করা বন্ধ করে দিলেন???
অনেক দিন থেকে আপনার পোষ্টের জন্য অপেক্ষা করতেছি।।।

বস সালাম। এগিয়ে চলেন। সাথে আছি

অসাধারণ।

হোছাইন আহাম্মদ ভাই, আপনার টিউন বরাবরই অসাধারণ হয়। আপনি গুছিয়ে কথা লিখতে পারেন। টিউন করা বন্ধ করবেন না প্লিজ।

বস ,অসাধারন হচ্ছে