ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল [পর্ব-০৩] :: নতুন ভাবে খুব তাড়াতাড়ি কালার স্প্ল্যাশ এফেক্ট বানানো

ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল

নমস্কার, আজ যেই টিউটোরিয়ালটি আমি দেখাবো ফটো স্টুডিওর কাজে সেইটি খুবই ব্যবহৃত হয় এবং হয়তো এই নিয়ে আগেও টিউটোরিয়াল তৈরী হয়েছে, তবে আমি একদমই নতুন পদ্ধতিতে দেখাবো, যাতে কাজটি খুবই তাড়াতাড়ি হয়ে যাবে।  এর আগেও যদি এইভাবে কেউ টিউটোরিয়ালটি করে থাকেন তবে আমি শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

১. প্রথমে ফটোশপে যে কোন একটি ফটো ওপেন করুন এবং ctrl + j- চেপে এর একটি Duplicate copy- তৈরী করুন।নীচের ছবিটি দেখুন। (নায়িকার ছবিটি আমি গুগুল থেকে Collection করেছি এবং ছবিটি কেটে নিয়ে ব্যাকগ্রাউন্ড-এর উপরে বসিয়েছি)।

২.এবারে ‍, আবার ctrl + j- চেপে আর একটি  Duplicate copy- তৈরী করুন এবং ctrl + shift + u - চাপুন ফলে ছবিটি  সাদা-কালো হয়ে যাবে।
টুলবার থেকে history ব্রাশ টুল সিলেক্ট করুন অথবা কীবোর্ড থেকে y চাপুন এবং ব্রাশের হার্ডনেস কম-বেশী করে এবং ছবিটিকে zoom করে নীচের ছবির মতন গয়না গুলিকে সাবধানে রঙ করুন।


আশাকরি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, pleaseটিউমেন্ট করে জানান, তবে আরো ভালো-ভালো টিউটোরিয়াল দেবার আগ্রহ পাব। টিউনটি দেখার জন্য ধন্যবাদ। আশাকরি খুব শিগগিরী পরের টিউটোরিয়ালটি আপলোড করতে পারবো।

নিচে আমারি এডিট করা আরেকটি ছবি আপনাদের দেখার জন্য দিলাম, এই image-টিও গুগুল থেকেই নেওয়া। যদি এইরকম image-এর আপনাদের প্রয়োজন থাকে তবে গুগুলে গিয়ে সার্চ করলেই অনেক ছবি পেয়ে যাবেন। শুভরাত্রী, সবাই ভালো থাকুন এই কামনা করে আজ শেষ করছি, নমস্কার।

Level New

আমি ধীমান কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

thanks
ধন্যবাদ

যদিও বেপারটা আগে থেকে জানতাম ।টবুও কষ্ট করে টিউন করার জন্য ধন্যবাদ

    যারা জানেননা হয়তো তারা উপকৃত হবেন. ধন্যবাদ

ধন্যবাদ ভাই, আরো সুন্দর সুন্দর লেখা চাই।

    সাথে থাকুন, আশাকরি দিতে পারব, আপনাকেও ধন্যবাদ