ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল [পর্ব-০১] :: সাদা-কালো ছবিকে সহজে রঙ্গীন করা

ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল

আমার নাম ধীমান কর, কোলকাতা নিবাসী, পেশায় একজন ভিডিও ও ফটোশপ এডিটর ও মিক্সার৉ আপনাদের এই নিজেদের কাজ আদান-প্রদান এর প্রকৃয়াটি আমার খুব ভালো লাগলো, তাই ভাবলাম যতটুকু কাজ জানি তা আপনাদের সাথে শেয়ার করবো, এতে কাউর যদি কোন উপকার হয় তবে পরিশ্রম সার্থক হোলো বলে মনে কোরবো৉ ইচ্ছে আছে সিরীজটি পুরো শেষ করার, তবে পুরোটাই আপনাদের ভালো লাগা-না লাগার উপর নির্ভরশীল, তাই আপনারা যদি টিউমেন্টের মাধ্যমে আপনাদের সুচিন্তিত মতামত জানান তবে এগিয়ে যাবার আগ্রহ পাবো্৉ আর একটি কথা, এটিই আমার প্রথম টিউটোরিয়াল, ফলে কোথাও যদি কোন ভুল থাকে ক্ষমা করে দেবেন এবং অবশ্যই তা আমাকে জানাবেন, অবশ্ই ঠিক করে দেবো ৉

সিরিজটি সম্বন্ধে দু-চারটি কথা

শুরু করছি, ফটোশপ(সি.এস-6)-দিয়ে৉ যদিও এর অনেক টিউটোরিয়ালই আপনারা দেখেছেন, কিন্তু আমি যেগুলি খুব দরকারী সেই গুলিকে সহজ ভাবে কি করে করা যায় তা দেখাবার চেষ্টা করবো, যারা জানেন তারাতো জানেনই, যারা জানেননা আশাকরি তাদের কাজে লাগবে৉ তবে এগুলি টেক্সট টিউটোরিয়াল থেকে ভিডিও টিউটোরিয়াল হলেই আমার মনে হয় ভালো হতো৉ যাই হোক পড়তে গিয়ে হয়তো কঠিন মনে হবে, তবে কাজ করতে গিয়ে দেখবেন মনে হয় ভালোই লাগবে৉ এটিই আমার প্রথম টিউটোরিয়াল, তাই একটু বেশী কথা লেখা হয়ে গেলো, কোথাও কোনো ভুল থাকলে ক্ষমা করে দেবেন঵
১. আজ আমি দেখাবো কোনো একটি সাদা-কালো ছবিকে সহজ পদ্ধতিতে কিভাবে রঙীন করা যায়৉ অনেক রকম ভাবেই ছবিকে রঙীন করা যায়, তবে আমি যেটা দেখাতে যাচ্ছি তাতে সুবিধা হলো এতে ছবির কোন অংশ কাটা-কাটি করতে হয় না বা ফেদার বা ব্লার টুল দিয়ে ঘষা-ঘষিও করতে হয় না, তাছাড়া এই পদ্ধতিতে কোনো ছবির ড্রেস কালারও পরিবর্তনকরা যায় কোনো সিলেকশন ছাড়াই৆
আসুন শুরু করি, প্রথমেই ফটোশপ ওপেন করে আপনার প্রয়োজনীয় সাদা-কালো ছবিটি ওপেন করুন এবং কন্ট্রোল প্লাস জে চেপে লেয়ারটির একটি ডুপ্লীকেট কপি তৈরী করুন৆ নীচের ছবিটি লক্ষ করুন৉

২. ডুপ্লীকেট হওয়া লেয়ারটি সিলেক্ট রেখে লেয়ার প্যানেলের নীচের দিকের ৩নং বাটনটি(ক্রিয়েট নিউ ফিল অর এ্যডজাস্টমেন্ট বাটনটি) ক্লীক করলেই দেখবেন একটি প্যানেল উঠবে তার থেকে হিউ স্যচুরেসন টিকে ক্লীক করুন ফলে হিউ-স্যাচুরেসন প্যালেট আসবে,তাতে হিউ এবং স্যাচুরেসন-এর স্লাইডার নাড়িয়ে-চাড়িয়ে স্কীন কালার আনুন এবং ওকে করুন, দেখবেন পুরো ছবিটি রঙে ভরে গিয়েছে এবং হিউ-স্যাচুরেসন নামে একটি নতুন লেয়ার তৈরী হয়েছে।

৩. এবারে হিউ-স্যাচুরেসন লেখা লেয়ারটির সাদা বাক্সটিকে সিলেক্ট করে CTRL+I-চাপুন দেখবেন সাদা বাক্সটি কালো রংয়ে ভরে গিয়েছে এবং পুরো ছবিটি সাদা-কালো ছবিতে পরিনত হয়েছে,

৪. এবারে ফোরগ্রাউন্ড কালার সাদা রেখে ব্রাশ টুল নিয়ে সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করে মুখ, হাত ইত্যাদি জায়গায় রং করুন, যদি রং করতে গিয়ে বাইরে রং হয়ে যায় তাহলে কী-বোর্ডের এক্স বাটনটি একবার ক্লীক করে নিয়ে অবান্চিত জাগার রং মুছে ফেলুন, তারপর আবার এক্স বাটনটিতে একবার ক্লীক করে ব্রাশ দিয়ে বাকী জায়গা গুলিতে রং করে নিন, সবশেষে লেয়ার মোডটি নর্মাল থেকে কালারে পরিব্রর্তন করে দিন

৫. আবার ঠিক একই ভাবে পূর্বের মতন লেয়ার প্যানেলের নীচের তিন নং বাটনটি চেপে অন্য কোন রং নিয়ে গেঞ্জী, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি রং করে ফেলুন

৬. পরিশেষেজানাই এই পদ্ধতিতে সব ধরনের ছবিই রঙ্গীন করতে পারবেন, তবুও যদি কোন ধরনের অসুবিধা থাকে তবে টিউমেন্ট করে জানাবেন নি্শ্চই সমাধান করে দেবার চেষ্টা করবো, টিউনটি ভালো লাগলে(ভালো না লাগলেও) টিউমেন্ট করে অবশ্যই জানাবেন, আজ তাহলে এখানেই শেষ করছি, নমস্কার, শীগগিরি আবার পরের লো দেবো, সাথে থাকতে অনুরোধ রইলো

Level New

আমি ধীমান কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লেখাগুলো ইমেজ আকারে না দিয়ে Text আকারে দিলে সবার উপকার হবে @ সাথে আছি @ ধন্যবাদ।

    ধন্যবাদ, হোছাইন আহম্মদ ভাই, আপনার উপদেশ মনে রাখবো এবং অবশ্যই এখন থেকে তা পালন করবো৉ সাথে থাকবেন৉

    Level 0

    vai amar pc te image gulo to dekha jachche na.plz help

      ঠিক বুঝতে পারলাম না কোন সময়ের কথা বলছেন, আরেকবার tutorial টা মন দিয়ে দেখুন নিশ্চই পারবেন, না হলে একটু detailse এ বলুন কোন জায়গাতে অসুবিধা হচ্ছে নিশ্চই উপায় বলে দেব,ধন্যবাদ !

আমারও একই অনুরোধ। পারলে এখানে Tumment করে ইমেজ থেকে text এ কনভার্ট করে দিন এই পর্বটা।

সঠিক পথ দেখাবার জন্য অসংখ্য ধন্যবাদ

আমার মনে হয় আপনার এই পদ্ধতিতে background এর ফুলের রঙ করা কঠিন হবে। ভুল জায়গায় কালার হয়ে গেলে এক্স বটন টিপে মুছতে গেলে আবার ঠিক জায়গাও তো মুছে যেতে পারে যা কাজটাকে সময় সাপেক্ষ করে তুলতে পারে।

আপনি ছবিটাকে বড় করে এবং ব্রাশ সাইজটি ছোট করে সুক্ষ যায়গাগুলিতে রঙ করুন আশাকরি ভাল মতন হয়ে যাবে , আর ভুল হলে ত কন্ট্রোল প্লাস জেড মেরে আনডু তো করাই যাবে৉ পরে এই পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড চেণ্জ করার উপায়ও দেখাবার ইচ্ছ আছে, শুধু সাথে থাকুন,ধন্যবাদ

Level New

Wish u good luck…….i m with u …..

আমি যানি আমি এক ভাবে করি আপনি অন্য ভাবে করেছেন যাক, নতুন আর একটা পদ্ধতি শিখতে পারলাম, ভালো লেগেছে