ফটোশপ সি এস-6 মাস্টার্স টিউটোরিয়াল [পর্ব-০১] :: নতুন ও সহজ উপায়ে সাদা-কালো ছবিকে রঙীন করা

আমার পরিচিতি

আমার নাম ধীমান কর, কোলকাতা নিবাসী, ফটোশপ এবং ভিডিও ও অডিও এডিটিংই হলো আমার প্রফেশন, আপনাদের এই কাজের আদান-প্রদান দেখে খুবই ভালো লাগলো, তাই ভাবলাম আমি যতটুকু কাজ জানি তা আপনাদের সাথে শেয়ার করবো, কাজগুলি যদি কারুর কোন প্রয়োজনে লাগে আমি খুবই খুশী হবো, ভালো-মন্দ যাই লাগুক অবশ্যই টিউমেন্ট করে জানাবেন, চেষ্টা করবো সবসময়ে ভালো-ভালো কাজ দেবার

সিরিজটি সম্বন্ধে দু-চারটি কথা

শুরু করছি ফটোশপ সি এস-৬ দিয়ে, যদিও এর অনেক টিউটোরিয়ালই অনলাইনে দেখতে পাওয়া যায়, তবে প্র্যাক্টীকালের সময় খুবই অসুবিধা হয়, তাই আমি চেষ্টা করবো সহজে যাতে সবাই ফটোশপ শিখতে পারে, জানিনা কতটা সফল আমি হবো, শুধু আপনাদের কাজে লাগলেই আমি খুশী

  • ১. প্রথমেই ফটোশপ খুলে যে কোন একটি সাদা-কালো ছবি ওপেন করুন ও CTRL+J- চেপে এর একটি ডুপ্লীকেট লেয়ার তৈরী করুন,

  • ২. ডুপ্লীকেট  হওয়া লেয়ারটিকে সিলেক্ট রেখে লেয়ার প্যানেলের নীচের দিকের ৩ নং বাটনটিতে (ক্রীয়েট নিউ ফিল অর এ্যডজাস্টমেন্ট লেয়ার) ক্লীক করে হিউ স্যাচুরেসনে ক্লীক করুন, এর ফলে যে প্যানেলটি ওপেন হবে তাতে কালারাজইড বাটনটিতে টিক মেরে হিউ এবং স্যাচুরেসানের স্লাইডারগুলো সরিয়ে-সরিয়ে ফেসের রং আনুন এবং OK করুন, ফলে দেখবেন পুরো ছবটি ওই রং-এ ভরে গিয়েছে

  • ৩. এবারে দেখতে পাবেন লেয়ার ১- এর উপরে হিউ-স্যাচুরেসান নামের একটি নতুন লেয়ার তৈরী হয়েছে,এই লেয়ারটির সাদা বাক্সটিতে ক্লীক কর সিলেক্ট করুন এবং ফোরগ্রাউন্ড কালার সাদা রেখে টুলবার থেকে সফ্ট রাউন্ড ব্রাশ সিলেক্ট করুন এবং CTRL+I- চাপুন, এর ফলে দেখবেন সাদা বাক্সটি কালোতো পরিনত হবে এবং পুরু ছবিটি সাদা-কালো হয়ে যাবে

  • ৪. এখন ব্রাশ দিয়ে ছবিটির মুখ-হাত ইত্যাদি রং করুন, ভুল যায়গাতে রং হয়ে গেলে চিন্তার কোন কারন নেই, এক্ষেত্রে কি-বোর্ডের X-বাটনটি চাপুন ও যে যায়গার রং মোছা দরকার ওখানে ব্রাশ দিয়ে ঘষে দিন,এবারে আবার এক্স(X)-বাটনটি চেপে বাকী যায়গাতে রং করে দিন, পুরো রং হয়ে যাবার পর যদি মনে হয় রংটি মনের মতন হয়নি তাহলে হিউ-স্যাচুরেসান লেয়ারটিতে কালো বাক্সটির ঠিক বাম পাশের চেক কাটা যায়গাটিতে ডাবল ক্লীক কর হিউ-স্যাচুরেসান এর প্যানেলের হিউ ও স্যাচুরেসানের স্লাইডার গুলো নাড়ীয়ে-নাড়ীয়ে সঠিক রং নিয়ে আসুন, সবশেষে লেয়ারের ব্লেন্ডীং মোডটি নর্মালের স্হানে কালার করে দিন

  • ৫. ঠিক এই কইভাবে লেয়ার প্যানেলের নীচের দিকের ৩ নং বাটনটি ক্লীক করে অন্য রং নিয়ে পূর্বের মতন ছবিটির বাকি অংশগুলো যেমন, গেঞ্জী, ব্যাকগ্রাউন্ড গুলোও রং দিয়ে ভরিয়ে দিন, শুধু মনে রাখবেন রং করার পূর্বে ছবিটিকে অবশ্যই বড় করে নেবেন,

পরিশেষে জানাই এই পদ্ধতিটি খুবই কাজের, শুধু প্র্যাকটিস করে যান মজা পাবেনই, ভুলতো মানুষ মাত্রই হয়, যদি কোন ভুল থাকে নিজগুনে ক্ষমা করে দেবেন, ভালো বা মন্দ যাই হোক অবশ্যই টিউমেন্ট করে জানাবেন, নমস্কার

Level New

আমি ধীমান কর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 65 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস